ধর্মতলায় অসামান্য স্বপ্নের উড়ান এবং রফিউদ্দিন আহমেদ / Dentist Rafiuddin Ahmed Biography

Sdílet
Vložit
  • čas přidán 27. 08. 2024
  • This is about the biography of Dr. Rafiuddin Ahmed including his life story and activities (ড. রফিউদ্দিন আহমেদ : জীবনী / জীবন কাহিনী) with the history of Dr. Rafiuddin Ahmed Dental College and Hospital (ড. রফিউদ্দিন আহমেদ ডেন্টাল কলেজ ও হাসপাতালের ইতিহাস).
    পড়াশুনার খরচ চালাতে বিলেতে তাঁকে যা যা কাজ করতে হয়েছিল, তা এককথায় অবিশ্বাস্য। হোটেলের বাসন ধোঁয়ার কাজ করেছেন, টেবিল মোছার কাজ করেছেন, কার্পেট পরিষ্কার করেছেন --- ওয়েটারের যাবতীয় কাজের সঙ্গে তিনি সবসময় যুক্ত ছিলেন। রোজ দু-তিন ঘণ্টা বাসন ধোয়ার পরিবর্তে তিনি দুবেলা খাদ্যের সংস্থান করতে পেরেছিলেন।
    বিভিন্ন ছুটিছাটাতে তিনি অস্থায়ী পেশার সঙ্গে যুক্ত হতেন। পড়াশুনার কাজ চালিয়ে যাওয়ার পাশাপাশি নানা কলকারখানাতে তিনি সেলসম্যান হিসেবে কাজ করেছিলেন। বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করে তিনি একদিকে যেমন বিদেশে নিজের জীবিকা নির্বাহ করেছেন, তেমনি অন্যদিকে নিজেই নিজের পড়াশুনার খরচ জুগিয়েছেন। তাঁর এই অমানুষিক পরিশ্রমকে সশ্রদ্ধ কুর্নিশ আমাদেরকে জানাতেই হয়। বলাবাহুল্য, অসাধারণ এই মানুষটির নাম ড. রফিউদ্দিন আহমেদ, যিনি ছিলেন ভারত তথা দক্ষিণ-পূর্ব এশিয়ায় প্রথম ডেন্টাল কলেজ প্রতিষ্ঠাতা।
    এই অসামান্য মানুষটিকে নিয়েই এই ভিডিও। তাঁকে জানতে এই ভিডিও আপনাকে অবশ্যই দেখতে হবে। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে আমার আন্তরিক অনুরোধ রইলো।
    ভিডিওটি তৈরি করার জন্য তথ্যঋণ:
    ১) Indian Dental Association (Official website)
    2) একশো তারার আলো
    -- Edited by অভিজিৎ চৌধুরী ও অশোকানন্দ কোনার
    ৩) চিকিৎসা বিজ্ঞানে বাঙালি by অরুন কুমার চক্রবর্তী
    ৪) উইকিপিডিয়া
    #drrafiuddinahmed #rafiuddin #রফিউদ্দিন #dentalhospital

Komentáře • 29