এই দেশেতে এই সুখ হলো Ei Deshete Ei Sukh Holo সেরা লালন গীতি ২০১৯

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • এই দেশেতে এই সুখ হলো Ei Deshete Ei Sukh Holo সেরা লালন গীতি ২০১৯
    শিল্পীঃ সহিদ সরকার
    লেখকঃ লালন ফকির
    প্রযোজকঃ হাবিবুর রহমান (হবি) ভান্ডারি
    সংগীত পরিচালনায় লুতফর রহমান
    এই দেশেতে এই সুখ হলো
    আবার কোথায় যাই না জানি।
    পেয়েছি এক ভাঙ্গা তরী
    জনম গেল সেচতে পানি।।
    আর কিরে এই পাপীর ভাগ্যে
    দয়াল চাঁদের দয়া হবে।
    আমার দিন এই হালে যাবে
    বাইয়ে পাপের তরনী।।
    আমি বা কার কে বা আমার
    প্রাপ্ত বস্তু ঠিক নাহি তার।
    বৈদিক মেঘে ঘোর অন্ধকার
    উদয় হয় না দিনমণি।।
    কার দোষ দিবো এই ভুবনে
    হীন হয়েছি ভজন বিনে।
    লালন বলে কতদিনে
    পাবো সাঁইয়ের চরণ দুখানি।।
    #লালন #লালন_গীতি #লালন_গান #লোক_গান #ফোক_গান

Komentáře • 11