এই সব দিন রাত্রি । রচনা - হুমায়ূন আহমেদ । পর্ব - ০১ | Ei Sob Din Ratri | Episode - 01

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • ধারাবাহিক নাটক
    এই সব দিন রাত্রি । রচনা - হুমায়ূন আহমেদ । পর্ব - ০১ | Ei Sob Din Ratri | Episode - 01
    অভিনয়: (আনিস) খালেদ খান, (মা) দিলারা জামান , (বাবা) কাজি মেহফুযুল হক,
    (শাহানা) অপূ , (রফিক) আসাদূজ্জামান নূর , (শরমিন) লুৎফুন্নাহার লতা, (টুনি) লোপা,
    (নীলু) ডলি জহুর, (শফিক) বুল বুল আহমেদ
    রচনা: হুমায়ূন আহমেদ
    অন্যান্য বিশেষ চরিত্রে :
    আবুল খায়ের, আবুল বজল তুলিপ, জহির চৌধুরী, জামাল উদ্দীন হোসেন ,
    সুজা খন্দকার , রাইসুল ইসলাম আসাদ, রীতা ব্যানার্জী
    বিশেষ সহযোগী:
    তারা চৌধুরী, এমরান হাবিব, খায়রুল মমিন দুলাল
    এ্যানিমেশন চিত্রায়ণ: মাযহারুল ইসলাম
    এ্যানিমেশন পরিকল্পনা: এস. এ. কিউ. মঈনউদ্দিন
    পরিচিত সংগীত ও আবহ সংগীত পরিচালনা
    জালাল আহমেদ
    ----------------------------------------------------------------------------------------
    Artist: (Anis) Khaled Khan, (Mother) Dilara Zaman, (Father) Kazi Mehfuzul Haque,
    (Shahana) Opu, (Rafiq) Asaduzzaman Nur, (Sharmin) Lutfunnahar Lata, (Tuni) Lopa,
    (Nilu) Dolly Zahur, (Shafiq) Bul Bul Ahmed
    Composition: Humayun Ahmed
    Other special characters:
    Abul Khair, Abul Bozol Tulip, Zahir Chowdhury, Jamal Uddin Hossain,
    Shuja Khandaker, Raisul Islam Asad, Rita Banerjee
    Special collaborators:
    Tara Chowdhury, Emran Habib, Khairul Momin Dulal
    Animation: Mazharul Islam
    Animation plan: S. A. Q. Moinuddin
    Conduct familiar music and background music
    Jalal Ahmed
    ____________________________________________
    All Rights Reserved © Bangladesh Television
    #এইসবদিনরাত্রি #BangladeshTelevision

Komentáře • 884

  • @mr.tanmoyroy11
    @mr.tanmoyroy11 Před 2 lety +488

    -২০২৪ সালে এসেও যারা যারা @হুূমায়ুন আহমেদ স্যারের রচিত কালজয়ী নাটক টি দেখছেন তাদের রুচিবোধ প্রশংসনীয়, তারা সবাই লাইক দিন!👍😍

  • @MamunAhmed-ww5mr
    @MamunAhmed-ww5mr Před 3 lety +317

    নাটকের শুরুতে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শুনেই বুকের ভিতর হুহু করে উঠে! আহা কি দিনটা আমরা ফেলে এসেছি।

    • @AshrafulIslam-qy7bl
      @AshrafulIslam-qy7bl Před 2 lety +13

      একদম ঠিক বলেছেন। কোন এক সোনালি অতীতে হারিয়ে যাই।

    • @rosegarden6176
      @rosegarden6176 Před 2 lety +3

      ঠিক বলেছেন।

    • @jhontudas4645
      @jhontudas4645 Před 2 lety +4

      একদম

    • @hamidabegum1625
      @hamidabegum1625 Před 2 lety +4

      একদম

    • @mahmudulhoque9465
      @mahmudulhoque9465 Před 2 lety +9

      সোনালি দিন গুলোর কথা মনে পড়লে চোখে পানি এসে যায়।

  • @windofstatus8756
    @windofstatus8756 Před 4 lety +312

    গানের মিউজিকটা যখন বেজে উঠে বুকে একটা হাহাকার জন্ম হয়!! অতীত কতটা মন মুগ্ধকর ছিলো আজকের জেনারেশন সেটা উপলব্ধিই করতে পারবে না...

    • @nazimulhaq8827
      @nazimulhaq8827 Před 3 lety +7

      একদম বুকের মাঝে এসে কেন যে এমন হয় আমিও বুঝিনা।

    • @mdimran-mh7zy
      @mdimran-mh7zy Před 3 lety +6

      same filling💜💜

    • @badrulwahidashik9677
      @badrulwahidashik9677 Před 3 lety +4

      Same feelings here

    • @afrinjahananna9432
      @afrinjahananna9432 Před 2 lety +1

      শরীর শীর শীর করে উঠে মিউজিক টা

    • @spiritualgrowth1163
      @spiritualgrowth1163 Před 2 lety

      চোখে পানি চলে আসছে❤️

  • @haimantiscreation5476
    @haimantiscreation5476 Před 3 lety +279

    নাটকটার অর্ধেক মানুষই আর বেঁচে নেই। কত অদ্ভুত আমাদের জীবন যেকোনো মুহূর্তে থেমে যেতে পারে 😔

  • @sabujnjr1029
    @sabujnjr1029 Před 3 lety +72

    আজ রবিবার
    কোথাও কেউ নেই
    নক্ষত্রের রাত
    সেইদিন চৈত্র মাস
    বহুব্রীহি
    আর এখন
    এইসব দিনরাত্রি শুরু করলাম
    এই প্রজন্মের হয়েও আমি যেন আলাদা।এসব নাটক আমাকে খুবই প্রভাবিত করে।।

    • @sanjidakhatun8795
      @sanjidakhatun8795 Před 6 měsíci +1

      আমিও আপনার মত একটার পর একটা শুরু করছি। উরে যায় বকপক্ষি টা দেখবেন।

    • @EndlessInspiration766
      @EndlessInspiration766 Před 6 měsíci

      @@sanjidakhatun8795 inbox e asen

    • @FahimFaisal-mu3bl
      @FahimFaisal-mu3bl Před 3 měsíci

      আমারও খুবই ভালো লাগে

  • @faisalrabby3293
    @faisalrabby3293 Před rokem +25

    মধ্যবিত্ত পরিবারের সুখ দুঃখ নিয়ে এই গল্প। অসাধারণ একটা নাটক, প্রতিটি চরিত্রই মুগ্ধ করার মতো ❤️।
    যারা ২০২৩ এ এসে দেখছেন একটি লাইক করে যাবেন।

  • @salahuddinripon1992
    @salahuddinripon1992 Před 5 lety +371

    ১৯৮৫ সালে এই নাটকটি বিটিভিতে প্রচারিত হত। এক মঙ্গলবার হত এই নাটকটি আরেক মঙ্গলবার হত ঢাকায় থাকি নাটকটি। তখন ঘরে ঘরে টেলিভিশন ছিল না আমাদের বাসায় সেসময় এই নাটক দেখার জন্য ভিড় লেগে যেত।আজ এই নাটক ও নেই সেই দর্শক ও নেই।

    • @Loving1999december
      @Loving1999december Před 4 lety +18

      Salahuddin Ripon. You're so right. Tokhon TV shobar ghore ghore chilo na. Amader bashay o line lagto....Pasher bashar bua theke, protibeshi age chole ashto. Amra shobai mile ek shonge dekhtam. Shei anondo, shei shomoy je ki chilo, jara experience kore ni...bujhbe na. Shurur ai music ta shunle chokhe pani ashe. "Matir kole" natok er kotha mone ache? Ki bhishon shundor shomoy.

    • @arshadasad8330
      @arshadasad8330 Před 4 lety +7

      Salahuddin Ripon ভাই, এটা আমারও দূঃখ। দেশ এখন ডিজিটাল, জয় বাংলা।

    • @rashedchy76
      @rashedchy76 Před 4 lety +14

      সেই যে দিনটা হারিয়ে গেছে তা আর কখনো ফেরাতে পারবো না

    • @rasheduzzamantintu5565
      @rasheduzzamantintu5565 Před 4 lety +4

      1987/88 er age priti Tuesday eki dharabahik natok procharito hoto, bohubrihi, songsoptak ... ei natok gulo procharito hoto 1 week por por

    • @farzanaakther8137
      @farzanaakther8137 Před 4 lety +4

      তখন আমার জন্ম হয়নি ভালোই নাটকটা

  • @nishaislam991
    @nishaislam991 Před 7 měsíci +4

    আমিই মনে হয় একমাত্র যে ২০২৪ সালে এসেও হুমায়ুন আহমেদ স্যারের নাটক দেখি

  • @obaidwali6630
    @obaidwali6630 Před 3 lety +106

    1985 সালে আমি ৯ বছরের ছিলাম। সেই সময়গুলো কত সুন্দর ছিল। এ নাটকের অনেকেই আজ আর বেচে নেই। আমার অনেক আত্মীয় সেসময় যারা নাটকটি দেখেছেন, আজ আর বেচে নেই। এই নাটক সেই ছোটবেলাকে ফিরিয়ে আনে।

    • @MrKhan-od6it
      @MrKhan-od6it Před 2 lety +4

      ৮৫ সালে আমার বয়সও নয় ছিল। মিউজিকটা আমাকে মেরে ফেলছে। আহা, যদি আবার ছোট বেলায় ফিরে যেতে পারতাম।

    • @seadam8510
      @seadam8510 Před 2 lety +4

      85সালে আমার বয়স ও ছিল নয়।

    • @truelife6051
      @truelife6051 Před 2 lety +4

      ৮৫;সালে আমার জন্ম

    • @alhasan810
      @alhasan810 Před 2 lety +2

      @@MrKhan-od6it এই নাটকটি দেখে নিশ্চয়ই আপনার চোখ ভিজে যায়?

    • @Faysal007
      @Faysal007 Před rokem +3

      আর আমি ৮৫ সালে দুনিয়ায়ই ছিলাম না,আমার জন্ম ১৯৮৬ সাল👍

  • @prodipsen6511
    @prodipsen6511 Před rokem +19

    খুব সম্ভবত ১৯৮৫'৮৬ সাল হবে , বাংলাদেশ টেলিভিশন - ঢাকা থেকে প্রতি শুক্রবার সকালের দিকে এই ধারাবাহিক নাটক দেখতাম,-- ভারতবর্ষের রাজ্য পশ্চিমবঙ্গের কলকাতা থেকে ।
    আমার বর্তমান ছাপান্ন বছরের জীবনে দেখা সেরা ধারাবাহিক বাংলা নাটক ।
    আজ আবার নতুন করে এই নাটকটির খোঁজে অনুসন্ধান চালিয়ে খুঁজে পাওয়ায় ভীষণ খুশি হলাম। 🙏

    • @ruhulamin-dg5tq
      @ruhulamin-dg5tq Před rokem +1

      আমরাও ঢাকার পাশে মুন্সিগঞ্জে বাড়ির ছাদের এন্টিনা ঘুরিয়ে ডিডি ন্যাশনাল/মেট্রো চ্যানেল ধরার চেষ্টা করতাম গীতমালা দেখার জন্য।

    • @rasheduzzamanripon3325
      @rasheduzzamanripon3325 Před 7 měsíci

      আহা কি মেলবন্ধন দুই বাংলার

    • @RoshidHardware
      @RoshidHardware Před měsícem

      ভালো থাকবেন জনাব

  • @mostafizurrahman-yl4bk
    @mostafizurrahman-yl4bk Před rokem +15

    আমি তখন নবম শ্রেণিতে পড়ি। সারা পাড়ায় একটি মাত্র টিভি। রাতের বেলা অনেক মানুষের ভীড়ে দেখতাম। সামনে বসার জন্য সে কী ঠেলাঠেলি! কোথায় গেল সে দিন গুলি!

    • @rasheduzzamanripon3325
      @rasheduzzamanripon3325 Před 7 měsíci

      আপনার বাসা কোথায় জানতে পারি?

  • @farukhosain3051
    @farukhosain3051 Před 2 lety +28

    এই সব দিন রাত্রি’ হুমায়ূন আহমেদের একটি অনবদ্য, অতুলনীয় সৃষ্টি। উপন্যাসটা নাটক হিসেবে তৈরি করে আরো বেশি আবেদনময় করে তুলেছিল, নাটকটির প্রযোজক ও পরিচালক।
    নাটকটি প্রদর্শন হয় ১৯৮৫ সালে বিটিভির পর্দায়। তখনকার বিটিভি কত সুন্দর জনপ্রিয় ছিলো। শুনেছি আশির দশকের মানুষ মাইলের পর মাইল পারি দিয়েও এসব নাটক দেখতো, কারণ এখনকার মতো টিভি সবার ঘরে ঘরে ছিলো না। শুনেছি সে সময়ে ব্যপক জনপ্রিয়তা পায় নাটকটি। ৩৬ বছর পর এই বিখ্যাত নাটকটি দেখতে বসলাম।
    ইউটিউব এর বরাতে নতুন করে দেখতে পারলাম।❤

  • @subhochoudhury9503
    @subhochoudhury9503 Před 4 lety +50

    ভারতের আসাম থেকে বলছি।। নাটকটি তখন দেখেছিলাম। খুবই জনপ্রিয় ছিল।। আবার দেখছি। অনেক আনন্দ।

    • @mnraihan
      @mnraihan Před 3 lety +2

      ধন্যবাদ। বাংলাদেশ থেকে শুভেচ্ছা

    • @hmarif242
      @hmarif242 Před 3 lety +1

      আমরাও তো কত ভারতীয় সিরিয়াল / মুভি দেখি।আমাদের কি শুভেচ্ছা জানানো হয়?

    • @mnraihan
      @mnraihan Před 3 lety +11

      @@hmarif242 দুই ব্যাপার এক না।
      ভারতীয় সিনেমা আর টিভি চ্যানেল বিশেষভাবে বলিউড সারা পৃথিবীতেই জনপ্রিয়।উনি একজন বাঙালী হিসাবেই নাটকটি দেখেছেন এবং আনন্দ পেয়েছেন।একজন মারাঠা বা হিন্দিভাষীর এই নাটক দেখাটা বিরল ঘটনা। এটা বাংলা ভাষার নাটক,বাঙালীর নাটক।তাই বাংলাদেশের আর আসামের বাঙালী সমান ভাবেই আনন্দিত।জয় বাঙালীর জয় মানবতার।

    • @mdmonikkhan9071
      @mdmonikkhan9071 Před 2 lety

      কতটি পর্ব এই নাটকের

  • @OmarAli-qd7zs
    @OmarAli-qd7zs Před 3 lety +140

    কোথাও কেউ নেই, আজ রবিবার, বহুব্রীহি,নক্ষত্রের রাত দেখার পর এটা দেখতে এলাম❤️❤️।

    • @nomanahmed6425
      @nomanahmed6425 Před 3 lety +4

      Amio

    • @cricaz5826
      @cricaz5826 Před 3 lety +2

      Vai amio same

    • @AbdurRahman-xp3wf
      @AbdurRahman-xp3wf Před 3 lety +5

      রুপনগর নাটকটা দেইখেন।ওটা বাদ দিয়েননা। আমার কাছেও ৯০ দশকের নাটক গুলি ভালো লেগেছে।

    • @marcspector4577
      @marcspector4577 Před 3 lety +6

      অয়োময়

    • @durgaenterprise2641
      @durgaenterprise2641 Před 3 lety

      .

  • @MdAzad-wu9tc
    @MdAzad-wu9tc Před 3 lety +29

    একটি ভয়ংকর নেশার নাম..স্যার হুমায়ুন আহমেদ.. আই লাভ ইউ স্যার.. তোমাকে খুব মিস করি😭😭😭

  • @tanveerkhandokar
    @tanveerkhandokar Před 2 lety +26

    হায়! কি ছিল আমাদের রুচি। কতো সুন্দর কথা, পোশাক, পরিবার।
    আর এখনের নাটক! কতো নিচে নেমেছে আমাদের রুচিবোধ।

  • @adnankarimsampd3504
    @adnankarimsampd3504 Před 2 lety +38

    কেনো জানি, নিজের অজান্তেই চোখে পানি চলে আসে নাটক টা দেখলেই,, কি অসাধারণ সময় ছিল ৯০ এর দশক এ,,

    • @muhammadasadullah517
      @muhammadasadullah517 Před rokem +2

      আমি ইন্টারমিডিয়েট পাশ করে ফেলেছিলাম ৮৫ তে। বুড়ো হয়ে গেলাম।

  • @suklasadhukhan557
    @suklasadhukhan557 Před 3 lety +61

    অনেক ছোট বেলায় এই সিরিয়াল টা দেখতাম। খুব সুন্দর ‌। আমি একজন ভারতীয়।

    • @techliner9955
      @techliner9955 Před 2 lety +1

      ভারতে বসে এই সিরিয়াল টা কিভাবে দেখতেন?

    • @tasnim7567
      @tasnim7567 Před 2 lety +3

      @@techliner9955 tokhn India te btv dekha jeto

  • @rimpyislam8737
    @rimpyislam8737 Před rokem +1

    আমার শৈশবেই অপার মুগ্ধতা দিয়েছিলো যেই নাটক তার মাঝে অনন্য "এইসব দিন-রাত্রি"--আহা!!হুমায়ূন আহমেদের কলম থেকে কি অসাধারণ কাজ সৃষ্টি হয়েছিলো!

  • @Kobitabrikho
    @Kobitabrikho Před 4 lety +10

    ৯০ দশকের শেষ দিকে আমার জন্ম উত্তরবঙ্গের এক ছোট্ট গ্রামে। সেই পুরোনো দিনের অনেক কিছুই আমার প্রজন্মের দেখা হয়নি, সুযোগ হয়নি। তবে ইন্টারনেট, ইউটিউব এর সৌজন্যে সেই পুরোনো দিনের আলোচিত বেশ কিছু নাটক দেখেছি, এখনো দেখছি। কোথায় সেই সোনালী গল্প, পরিপাটি রূপালী পর্দার ঝলক আজকে আর নেই। আমরা আধুনিক হয়েছি ঠিকই কিন্তু স্মার্ট হতে পারিনি বরং হয়েছি ক্রমশ নিম্নমুখী। আফসোস হয় একবিংশ শতাব্দীর এই সব বাজখাই পরিবর্তনের সাক্ষী না হয়ে যদি হতাম বিংশ শতকের কোন কবি কিংবা ঊনবিংশ শতকের কোন মুক্ত কোকিল। ভালো হত। হয়তো মুক্তির আনন্দ হত, যান্ত্রিকতার বেড়াজালে এভাবে মুখ থুববে পরতে হত না। মুক্ত আকাশের নিচে হেঁটে বেড়ানোর যা আনন্দ, তা রিক্সায় নেই, আবার যা রিক্সায় আছে তা আজকের মাইক্রোবাসে নেই। অনেক কিছুই মনে হয়, অনেক কিছুই হতে ইচ্ছে হয়।

  • @springcollections1921
    @springcollections1921 Před 4 lety +109

    পারিবারিক নাটক পরিবার গড়তে শেখায়। এখনকার নাটক পরিবার ভাংতে শেখায়। সবাই মিলে সেই সোনালী দিনের সুন্দর ভালো নাটক দেখি

  • @AriyanEmon-hs5xd
    @AriyanEmon-hs5xd Před 3 měsíci +1

    কোথাও কেউ নেই, আজ রবিবার, নক্ষত্রের রাত,বহুব্রীহি, উড়ে যায় বকপক্ষী, কালা কইতর,দেখা শেষ। আহা! অনবদ্য, প্রত্যেকটা চরিত্র,সংলাপ অসাধারণ।
    হুমায়ুন আহমেদ স্যারের নাটক দেখার পর থেকে বর্তমান সময়ের আধুনিক নাটকের প্রতি রুচি উঠে গেছে।

  • @abdus9csongsalam234
    @abdus9csongsalam234 Před 4 lety +21

    2020 সালে এসে কে কে দেখছেন এই নাটকটা ।
    সত্যিই ইউটিউব না থাকলে মনে হয় এতো ভালো ভালো নাটক দেখতে পেতাম না ।সেই বিটিভিতে দেখেছি নাটক গুলা খুবই মন ছুঁয়ে যায় হৃদয় ছুঁয়ে যায় ।ক্লাসের পড়াশোনা রাতে না পড়ে। প্রতি সপ্তাহে একদিন করে দেখতাম মঙ্গলবার রাতে 8:30 বিটিভিতে সংবাদ শিরোনাম শেষে। আহ কি দিন ছিল আগে কত সুন্দর নাটক গুলা খুবই মন ছুঁয়ে যায় হৃদয় ছুঁয়ে যায় ।অসাধারণ অভিনয় করেছেন সবাই ।যতই দেখি ততই ভালো লাগে নাটকটা খুব সুন্দর একটা গল্পের লেখা নাটক এতো তাড়াতাড়ি শেষ হয়ে গেল মনকে বুঝতে পারছি না।

  • @emonnaser5694
    @emonnaser5694 Před 4 lety +25

    আহ! কোথায় হারিয়ে গেল সেই দিন। তখন আমি ক্লাস ৫/৬এ পড়ি।এখনো মনে আছে এই নাটক শুরুরেক একঘন্টা আগে টভির সামনে বসে থাকতাম কখন নাটকটি শুরু হবে।পরিবারের সবাই মিলে নাটকটি দেখতাম।মনে হয় যেন কলিজা চিড়ে নাটকটি ভেতরে গেথে দেয়া হয়েছে।এখনো ভুলিনি।হুমায়ুন আহমেদ মারা যাবার পর বাংলাদেশের টিভি নাটক দেখি না।

    • @eniturrahman8057
      @eniturrahman8057 Před 3 lety +1

      Vi amio class 5 a portam. Natok ta dakha choke pani ase gelo.

  • @deepasarker3044
    @deepasarker3044 Před 5 lety +64

    ভাষা কতো মার্জিত।আগের আর এখনকার নাটকে আকাশ -পাতাল তফাৎ।

    • @subhendusikdar3443
      @subhendusikdar3443 Před 5 lety +4

      ভাষার ব্যাপারটা এখন বেশ অসতর্ক ....

    • @rosie13084
      @rosie13084 Před 4 lety +4

      Ekhon anchalik vikti natok beshi kore nijer anchal k tule dhorer cheshta kore apni purano joto natok cinema dekhben koto sundor bangla vasai avinoy korto ami nijei anno distric bangla kotha vujte pari na bishes kore sylhet ,nowakhali,chittagong.

    • @akkasali8050
      @akkasali8050 Před 3 lety +1

      মূল্যবান একটা কথা বলেছেন।

  • @mhrabbi
    @mhrabbi Před 4 lety +63

    এতো সুন্দর টাইটেল মিউজিক !!! যতবার শুনি আবেগপ্রবন হয়ে যাই ।

  • @bdpolicemonir_vlogs1054
    @bdpolicemonir_vlogs1054 Před 4 měsíci +2

    একদম বাস্তবিক অর্থেই মধ্য বৃও জীবনে সাথে দেখা। প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার শুক্রবারের জন্য অপেক্ষা করতাম বিটিভি পর্দার ছবি আর নাটক দেখতে

  • @shameemahmed5909
    @shameemahmed5909 Před 6 měsíci +1

    নাটক একটা রেখে আর একটা কোনটাতেই মনস্থির করতে পারছিলাম হঠাৎ চলে আসলাম স্যারের নাটক দেখতে এখন মনে হচ্ছে বিক্ষিপ্ত মন কেন্দ্রীভূত হয়েছে ❤❤❤❤❤

  • @rehnumaquadir320
    @rehnumaquadir320 Před 4 lety +61

    ডলি জহুর কি সুন্দর ছিল!! আল্লাহ! 😍 😍 😍

  • @sadia.38
    @sadia.38 Před 7 měsíci +3

    ২০.১.২৪
    ১৯৮৫ সালের নাটক ২০২৪ সালে এসে দেখছি❤ হুমায়ুন আহমেদের ধারাবাহিক নাটকের কোন তুলনা হয় না, বরাবরের মতোই অসাধারণ!!❤

  • @MQRahman
    @MQRahman Před 4 lety +65

    আহা! সেইসব দিনরাত্রির কথা মনে করিয়ে দেয় এইসব দিনরাত্রি নাটক। ❤

  • @whitehouse2024
    @whitehouse2024 Před 5 měsíci +4

    হুমায়ুন আহমেদের নাটক গুলি বরবরই আমার খুব পছন্দের।😇

  • @TaimeJannat277
    @TaimeJannat277 Před měsícem +1

    আজ রবিবার
    কোথাও কেউ নেই
    উরে যায় বকপক্ষী
    এসব দিনরাত্রি
    এই জেনারেশনের হয়েও আমার কেন জানি সেকালের নাটক খুব ভালো লাগে। ভিতর থেকে সেকালের অনুভূতিগুলো উপভোগ করতে চেষ্টা করি। সত্যি সেই সময়ের নাটকগুলো অনেক সুন্দর

  • @sayedislam9906
    @sayedislam9906 Před 3 lety +11

    মানুষ তার জৈবন বয়সে কতো সুন্দর থাকে, সবাইকে সুন্দর লাগছে

  • @MrShahidshohel
    @MrShahidshohel Před 4 lety +89

    নাটকের মিউজিক টা ছোটবেলার কথাটা মনে করিয়ে দিল। নাটকটা বেশী মনে নাই, একদম ছোট ছিলাম, কিন্তু মিউজিকটা খুব পরিচিত আর প্রিয়।

  • @user-ii8ni4vq9b
    @user-ii8ni4vq9b Před 10 měsíci +11

    ২০২৩ সালে এসেও হুমায়ূন আহমেদের সবগুলো নাটক অসম্ভব ভালো লাগে

  • @dew2339
    @dew2339 Před rokem +4

    শৈশবে পরিবারের সঙ্গে বসে দেখেছি পশ্চিমবঙ্গ থেকে । বড় হয়ে বইটি library থেকে নিয়ে পড়ে ফেলি

  • @rahibhasan8671
    @rahibhasan8671 Před rokem +1

    কোথাও কেউ নেই, আজ রবিবার, নক্ষত্রের রাত, বহুব্রীহি, তারপর এখন এই নাটকটি দেখতে আসলাম।

  • @pagla120
    @pagla120 Před 4 lety +75

    হুমায়ুন আহমেদরা শতবছরে একবার আসে ৷

    • @mehtabazad6228
      @mehtabazad6228 Před 4 lety +3

      Never ever born again

    • @rhhhme
      @rhhhme Před 4 lety

      😭😭😭

    • @sharifulislam5202
      @sharifulislam5202 Před 4 lety +6

      কিয়ামতের অাগে পর্যন্ত আর স্যারের মতো কেউ অাসবে না?

    • @mahbubalam9467
      @mahbubalam9467 Před 3 lety +1

      @@sharifulislam5202 amar o tai mone hoy...

    • @m.s.kawsarmahmud8482
      @m.s.kawsarmahmud8482 Před 3 lety +3

      স্যারের বিকল্প হয়না

  • @ibrahimkhalid2870
    @ibrahimkhalid2870 Před 2 lety +10

    আহারে হুমায়ুন আহমেদ স্যার!
    আর কয়েকটি দিন বেচে থাকলে আরো কিছু নাটক-সিনেমার পেতাম। ❤️

  • @assajaman1491
    @assajaman1491 Před 5 měsíci

    আমিও ওড়ে যায় বকপক্খী, কালা কইতর, জোসনার ফুল, সবুজ ছায়া,আজ রবিবার, নক্খত্রের রাত,কোথাও কেউ নেই শেষ করে এইসব দিনরাত্রি দেখা শুরু করলাম।

  • @yeasinarafat8614
    @yeasinarafat8614 Před 3 lety +4

    আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ, আসুন আমরা কথা বলার শুরুতে সালামে প্রচলোন করি একটা সুন্নত জিন্দা করি, আর যে আগে সালাম দেয় সে অহংকার মুক্ত
    السلام عليكم ورحمة الله

  • @asifhaq9078
    @asifhaq9078 Před 5 lety +108

    আমার মতে এই নাটক গুলো বর্তমান সমাজ ব্যবস্থাতে নতুন করে নির্মান করা দরকার।

  • @riazhossain2369
    @riazhossain2369 Před 4 lety +9

    হুমায়ুন আহমেদের অন্যতম ফ্ললেস ও অননুকরণীয় সৃষ্টি হচ্ছে 'এইসব দিনরাত্রি নাটকটি। আমার জন্মেরও বহুআগে নির্মিত এই নাটকের প্রতিটি চরিত্রের সাথে বিস্ময়করভাবে অনেক একাত্মবোধ করি।
    বিশ্বময় ছড়িয়ে থাকা বাঙালির হৃদয় জিতে নিয়েছে এই নাটকটি।
    এই নাটকটার সবচেয়ে বড় গুন হচ্ছে ন্যাচারিলিটি। একদম রিয়েলিস্টিক। অভিনয়টাকে একবারও আমার কাছে অভিনয় মনে হয়নি। একবারে জীবন থেকে উঠে আসা আপাতদৃষ্টিতে ধীর কিন্তু, চরম বেগবান কাহিনী। হুমায়ূনের অন্য বহু জনপ্রিয়তম নাটকে কিছুটা হলেও ভাঁড়ামি বা কিঞ্চিৎ জোর করে হাস্যরস তৈরির চেষ্টা করা হয়েছে। এইসব দিনরাত্রি এই দুর্বলতা থেকে অনেকাংশেই মুক্ত।
    একটা মাস্টারপিস !

    • @hmarif242
      @hmarif242 Před 3 lety +4

      হুমায়ূন আহমেদ স্যার এর কোন নাটকে জোর করে হাসানো বা ভাড়ামী নেই।

    • @নিতুহোসেন
      @নিতুহোসেন Před 2 lety +1

      @রিয়াজ আপনার কথাটা পুরো ভুল! হুমায়ুন আহমেদ স্যার কোনদিন জোর করে হাসানোর চেষ্টা করেননি।

  • @syedaafroza711
    @syedaafroza711 Před rokem +1

    হুমায়ূন আহমেদ এ-র প্রতিটা নাটক এর কাহিনি মন ছুয়ে যায় বাস্তবের সাথে খুব মিল মনটা ভালো হয়ে যায়।

  • @RakibulHasan-wn6gt
    @RakibulHasan-wn6gt Před 2 lety +2

    কোথাও কেউ নেই,উড়ে যায় বকপক্ষী,আজ রবিবার, নক্ষত্রের রাত, বহুব্রীহি, শেষ করে
    এটা শুরু করলাম।

  • @mrmrsgoogly4808
    @mrmrsgoogly4808 Před 4 lety +8

    আহ্ নাটকটা শুরুর মিউজিক শুনেই মনে হয়ে গেল ছোট বেলার কথা😭😢আল্লাহ্ রাব্বুল আলামিন যদি আমাকে আবার ঐসময়গুলোতে পাঠিয়ে দিত😢ভালো লাগেনা আধুনিক যুগ😢কত কত আপনজন চলে গেল দুনিয়া ছেড়ে😭😢খুব ভালো লাগলো ❤আগের দিনের নাটক,নাটকের পুরনো কালের গ্রাম ও শহরের দৃশ্যগুলো দেখলে মন ভরে যায়❤মনে হয় কেন এতো আধুনিক পৃথিবী হচ্ছে!কতোই না সুন্দর ছিল ৯০,৮০ বা তারও আগের দশকগুলো❤😢😭আমার দেখা ৯০ দশকের দিন গুলোতে আবার ফিরে যেতে ইচ্ছে হয়😢😭❤

  • @salauddinshuvo9634
    @salauddinshuvo9634 Před 4 měsíci +4

    আজ ও মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ নাটক গুলো মন ছুঁয়ে যায়

  • @thinkpositive3412
    @thinkpositive3412 Před 3 lety +13

    হুমায়ুন আহমেদ স্যার একটি অনুভূতির নাম❤️❤️

  • @sadiadisha1670
    @sadiadisha1670 Před 2 lety +4

    শুরু করেছিলাম "আজ রবিবার" দিয়ে,
    এরপর 'নক্ষত্রের রাত' 'কোথাও কেউ নেই' 'বহুব্রীহি'
    শেষ করে, আজকে "এইসব দিনরাত্রি" শুরু করলাম। ❤
    হুমায়ুন আহমেদ একটা নেশার নাম! 🖤 ০৪/০৭/২০২২ইং...

    • @mdnaimhossain5697
      @mdnaimhossain5697 Před 2 lety

      সবচেয়ে বেশি ভালো লেগেছে কোনটা?

    • @sadiadisha1670
      @sadiadisha1670 Před 2 lety

      @@mdnaimhossain5697 বলা মুস্কিল! সব গুলো ই সেরা ❣

  • @ritadutta529
    @ritadutta529 Před 3 lety +17

    আজ প্রায় তিরিশ বছর পর এই সিরিয়াল দেখতে পেয়ে আমি অভিভূত। আমি আমার বাবার সাথে বসে এই সিরিয়ালটা দেখতাম।

  • @Saijuddin_Molla_Saju
    @Saijuddin_Molla_Saju Před 4 lety +157

    হুমায়ূন আহমেদ স্যারের 'আজ রবিবার' 'নক্ষত্রের রাত' 'বহুব্রীহি' 'কোথাও কেউ নেই' শেষ করে আজ থেকে 'এই সব দিন রাত্রি' দেখা শুরু করলাম । আশা করি এই নাটকটাও ভালো লাগবে ।

    • @md.ragivhasan7243
      @md.ragivhasan7243 Před 3 lety +4

      অয়োময় দেখবেন ভাই

    • @nazmulhossain3029
      @nazmulhossain3029 Před 3 lety +3

      Vai Oyomoy video quality akdom e khrp

    • @Saijuddin_Molla_Saju
      @Saijuddin_Molla_Saju Před 3 lety +1

      @@nazmulhossain3029 ভাই আমি ভালো প্রিন্ট পাচ্ছি না বলে এখনো অপেক্ষায় আছি। তারপরও ভাবছি দেখব। কারণ হুমায়ূন আহমেদ স্যারের অন্যান্য নাটক দেখা শেষ করেছি।

    • @nazmulhossain3029
      @nazmulhossain3029 Před 3 lety +2

      @@Saijuddin_Molla_Saju hmmm....ko genious akjon manus silen

    • @mdfaridurrahmanfarhan5847
      @mdfaridurrahmanfarhan5847 Před 3 lety +1

      আজ রবিবার দেকচেন এটাও দেখবেন।

  • @ashikursohrab2936
    @ashikursohrab2936 Před 2 lety +2

    হুমায়ূন আহমেদের সকল রচনা দেখতে শুরু করছি। তারই ধারাবাহিকতায় আজ সিনেমা শেষ করে ধারাবাহিক নাটক দেখতে শুরু করলাম। আজ 20/11/2021

  • @abdukhader5687
    @abdukhader5687 Před 3 lety +12

    উড়ে যায় বকপক্কী দেখার পর , কোথাও কেউ নেই , আজ রবিবার ও বহুব্রীহি দেখা শেষ করে আজ থেকে এই নাটকটা দেখা শরু করলাম

    • @sazzadhossain77
      @sazzadhossain77 Před 2 lety +2

      নক্ষত্রের রাত আগে দেখেন

  • @rupachakraborty5911
    @rupachakraborty5911 Před 2 lety +7

    হুমায়ূন আহমেদের নাটকের চরিত্র গুলিতে
    যাঁরা অভিনয় করেছেন, ইউ,টিউব এর
    অবদানে, তাদের অভিনয় দেখে বুঝতে পারছি,
    আগে অনেক ভুল জায়গায়, হাততালি দিয়েছি
    প্রত্যেকের অভিনয়, হৃদয়ের মণিকোঠায়
    যত্নে থাকবে

  • @MahamudulhasanMillat-de4lm

    ৯ এপ্রিল ২০২৩, রাত ৩ টা ২০ মিনিট........প্রথম পর্ব থেকে দেখা শুরু করলাম।

  • @bapidas502
    @bapidas502 Před 4 měsíci

    এই সমস্ত অমূল্য সম্পদ গুলোকে সংরক্ষণ করা ভীষণ প্রয়োজন। আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে সম্পদ গুলো। আগামী প্রজন্মের জন্য এই সম্পদ গুলো রেখে যাওয়া প্রয়োজন।

  • @AnisurRahmanMaruf
    @AnisurRahmanMaruf Před 4 lety +44

    আহা, সেই সময় আশির দশকের শেষের মাঝামাঝি...যে কোনো মূল্যে ফিরে যেতে ইচ্ছে হয়...নাটকের আবহসংগীত শুনেও সারাদিন পার করে দেয়া যায়, কাহিনী, কুশীলবের কথা নাই বা বললাম...আহা, আর এখনকার...আর না বলি! কবির মতো বলতে ইচ্ছে করে "ফিরিয়ে নাও তোমার ইন্টারনেট, গুগল, সামাজিক যোগাযোগের তথাকথিত মাধ্যম, ও অসংখ্য টিভি চ্যানেল, ফিরিয়ে দাও আমার সেই লেখনী আর সময়...!" Sighs...

    • @mahbub-urrahman3592
      @mahbub-urrahman3592 Před 3 lety

      Ahhh!!!! Ki je bollen ar Ki je mone morales apni!!! Shei shoe din!!!

    • @mahbub-urrahman3592
      @mahbub-urrahman3592 Před 3 lety +1

      Sorry for the typo.... Ki je bollen !!! Ar koto kothai na mone koralen.... Ahhh!! Shei Shob Din!!!!
      Din gulo mor shonar khanchay rolio na!!!!

    • @স্বর্ণাশারমিন
    • @rashedapuly5017
      @rashedapuly5017 Před rokem

      বর্তমান যুগে এসে নাটক এগুলো থেকে অনেক কিছু শিখার আছে।

  • @sonalibhattacharya5001
    @sonalibhattacharya5001 Před 5 lety +35

    পুরানো প্রতিশ্রুতি নাটকটি দেখার জন‍্য‌অধীর আগ্রহ নিয়ে বসে আছি
    Please
    নাটকটি দেখার সুযোগ করে দিলে ভীষণ খুশী হব
    Please

  • @nahidayesmin1425
    @nahidayesmin1425 Před 5 lety +24

    সেই সোনালী দিনগুলি সত্যি খোৰ সুন্দৱ সময় ও নাটকটাও তেমনি সুন্দৱ ছিলো আজ দেখে চোখ ভিজে উঠছে । আমি তখন কিশোৱি ।মা ছিলেন কোন চিন্তাই ,কসট কিছুই ছিলো না জানতামই না কসট দুঃখ কি মা ছিলেন ।ভাই ৰোনেৱ মাঝেও কতো মিল ছিলো আজ সৰ শেষ ....

    • @Bigbooter32
      @Bigbooter32 Před 5 lety

      Tokhon sobai selo aj kaw nai

    • @arshadasad8330
      @arshadasad8330 Před 4 lety +1

      বেহেশতো দেখি নাই, তবে আমার শৈশব যে বেহেশতেরই একটা অংশ তা মনে হয় ভূল না

    • @maryamyasmin585
      @maryamyasmin585 Před 2 lety

      Tik bolasen apu amar o apnar moto kosto Allah jano amader purono kota soron rakar towfiq dan.

    • @AnsarUddinKonok
      @AnsarUddinKonok Před 6 měsíci

      39 বছর পেরিয়ে গেছে,
      সাদা কালা টিভিতে দেখতাম
      আমাদের এলাকায় কোনো টিভি ছিল
      শুধু আমাদের বাড়িতে ছিল
      আনন্দ রাখার জায়গা নে

  • @a_kaiyum10
    @a_kaiyum10 Před 9 měsíci +3

    রুচি যাদের তারাই খুঁজে খুঁজে বারবার এইগুলা দেখবে ❤️

  • @rasheduzzamanripon3325
    @rasheduzzamanripon3325 Před 7 měsíci

    আগের মানুষ গুলোকেই মন্তব্যের ঘরে খুজে পেলাম৷ নতুন প্রজন্মের সবার এই নাটকগুলা দেখা উচিৎ৷

  • @mdamirimran2753
    @mdamirimran2753 Před 4 lety +98

    বিটিভি কে অনুরোধ করছি আপনারা যেহেতু পুরোনো নাটকগুলো আপলোড করছেন সুতরাং কোন নাটকটি কতো সালের তা উল্লেখ করে দিবেন

  • @abdullahsyed7996
    @abdullahsyed7996 Před 2 lety +2

    আজ জোছনা রাতে সবাই গেছে বনে এ গানটা ভেসে উঠে,স্যেলুট হুমায়ুন স্যার।❤❤❤

  • @sadiafarhana8392
    @sadiafarhana8392 Před 3 měsíci +1

    আজ রবিবার
    কোথায় কেও নেই
    বহুব্রীহি
    নক্ষত্রের রাত, এগুলো দেখার পারে এখন
    এইসব দিন দিনরাত্রি, শুরু করলাম।

  • @whitehouse2024
    @whitehouse2024 Před 2 lety +7

    নাটকের শুরুর ব্যাকগ্রাউন্ড মিউজিক টা শুনলেই মন ভরে আসে।❤️
    আহ কি নাটক😊❤️
    হুমায়ুন স্যার কি সৃষ্টি করে গেলেন।😊

  • @JyotirmoyBiswas
    @JyotirmoyBiswas Před rokem +3

    এত সুন্দর টাইটেল ট্র্যাক!👌

  • @foysolurrahman6311
    @foysolurrahman6311 Před 7 měsíci

    এই প্রজন্মের হয়ে ও হুমায়ুন আহমেদ স্যার এর নাটক খুজে খুঁজে দেখি। এখনকার বাংলা নাটক অশ্লীলতার ভরপুর আগের নাটকগুলো কতই না সুন্দর

  • @mdjosimuddin4460
    @mdjosimuddin4460 Před rokem +8

    1985 সাল আমি তখন ক্লাশ ফাইভে পড়ি । আহা কোথায় গেলো আমার সেই 37 বছর আগের অতিত 😰

  • @rajibhossain2316
    @rajibhossain2316 Před 2 lety +4

    এই নাটক দেখে অনেক স্নূতি মনে পড়ে গেল। অনেকেই বেঁচে আছেন আবার অনেক কেই হারিয়েছি। স্নূতি শুধু বেদনারই হয়।

  • @lutfunessabristy9221
    @lutfunessabristy9221 Před 4 lety +11

    নাটকটা দেখা শুরু করলাম,পুরানো নাটক গুলো দেখতে খুব ভালো লাগে,হুমায়ন স্যারের,

  • @gazinaima6131
    @gazinaima6131 Před rokem +3

    কালা কইতর,আজ রবিবার,নক্ষত্রের রাত,কোথাও কেউ নেই,উড়ে যায় বকপক্ষী,,,,,,সব দেখে এখন এটা দেখতে আসছি।অসাধারণ সব নাটক

  • @nusaibaliya1129
    @nusaibaliya1129 Před rokem

    আজ রবিবার,নক্ষত্রের রাত,কোথাও কেউ নেই,বহুব্রীহি,কালা কইতর,উড়ে যায় বকপক্ষি,সব দেখা শেষ কয়েকবার করে।এখন এটা দেখতে আসলাম

  • @mollickdeeposhree1164
    @mollickdeeposhree1164 Před rokem +3

    আমার জন্মের ও অনেক আগের নাটক। কিন্তু তবুও "কোথাও কেও নেই","উড়ে যায় বকপক্ষী","আজ রবিবার", "বহুব্রীহি", "নক্ষত্রের রাত", ও আরো অন্যান্য আগের নাটক এবং হুমায়ুন আহমেদ স্যার এর নাটক গুলো দেখি।আজ শুরু করলাম "এইসব দিন রাত্রি"
    বর্তমান সময়ের নাটকগুলোতে কিছুই নেই। হতাশ লাগে ভাবলেই।

  • @naimislam-pj2oq
    @naimislam-pj2oq Před rokem

    ১৯৮৫ সালের পরিচালনা নাটক ৩৮ বছর পর দেখা সুরু করছি ২০২৩ সালে ২০ জুন, ২:৩৬।
    আমি আমার মনস্তির করছি হুমায়ুন আহমেদের সকল নাটক, মুভি দেখবো দেখে শেষ করবো অনেক গুলো শেষ করছি এখন এটা দেখা সুরু করছি। হুমায়ুন আহমেদ একজন লিজেন্ড তার পরিচালিত সব কিছু যারা দেখে তারাও লিজেন্ড, কি অভিনয় মনে হচ্ছে বাস্তব সব কিছু একবার যে দেখা সুরু করবে তার মনে দরে যাবে এতো ভালো কিছু কেমনে হতে পারে। ২০০০ হাজার বছর পরও এই নাটক জনপ্রিয় থাকবে সুধু ২০০০ হাজার বছর না যত নতুন প্রজন্ম আসবে সবার কাছে জনপ্রিয় থাকবে। হুমায়ুন আহমেদ লিজেন্ড।

  • @ahadhossain8996
    @ahadhossain8996 Před 2 lety +1

    আমি এই প্রজন্মের হয়েও পুরোনো নাটক গুলো খুঁজে বেড়াই।
    এই প্রজন্মের নাটক আর নাটক নেই
    শুধু নাটক নামের প্রেম ভালোবাসা ।
    এই পুরোনো নাটক গুলোর মধ্য রয়েছে এক ভিন্ন রকম আত্ব তৃপ্তি
    ধন্যবাদ হুমায়েন আহমেদ স্যার

  • @00khan8
    @00khan8 Před 2 lety +1

    হুমায়ুন আহমেদ এর সব নাটক দেখেছি,, শুধু এই সব দিনরাত্রি, বাকি ছিল,, দেখা শুরু করলাম

  • @AbdurRahman-yh9ou
    @AbdurRahman-yh9ou Před 8 měsíci

    ৭ জানুয়ারি ২০২৪ দেখা শুরু করলাম। জন্মেরও এক যুগ আগেকার নাটক এই যুগে এসেও খুঁজে খুঁজে দেখছি। ভালো লাগে তাই।

  • @fibrinogen_n
    @fibrinogen_n Před 2 lety +8

    বুকের ভিতরটা কেমন যেন হুহু করে উঠলো!! 🍁
    আমি বিংশ শতাব্দীর মেয়ে,হুমায়ুন আহমেদ মারা যাবার পর বিটিভিতে আবার এটা দেখানো শুরু করা হয় ২০১৩সালে।আমিও মন ভরে দেখতে থাকি পড়াশোনা আগে আগে গুছিয়ে।এখন মনে পড়ে কেমন দিন ফেলে এলাম!

    • @smatikulislam
      @smatikulislam Před 11 měsíci

      ২০১৩ সালে আমিও প্রত্যেকটা পর্ব দেখেছি।মনে আছে? একটি পর্ব প্রায় ২ মাস পরে দেখিয়েছিলো অন্যান্য জরুরি অনুষ্ঠান বিটিভিতে প্রচারের কারনে।

  • @MuhammadTaimur
    @MuhammadTaimur Před 4 lety +32

    এই নাটকের শুরুটা কেন এখনকার সব নাটকের চেয়েও আধুনিক লাগল? আর সুরটা কেন প্রাণের গভীরতম স্থানটা ছুঁয়ে গেল? জানিনা।

    • @afrinjahananna9432
      @afrinjahananna9432 Před 2 lety

      হুম

    • @TinTin-ir8wx
      @TinTin-ir8wx Před rokem

      Btv te adhunik gaan er onustan dekato..sob gula pry osojjo silo..aitao mayb airokom jodio aita frst ..oigula last er abishkar

  • @golammahmud7909
    @golammahmud7909 Před 5 lety +8

    অনেক ধন্যবাদ, আমার ছোটবেলার নাটক, এই নাটকটা যখন হয় তখন আমার বয়স পাঁচ বছর বয়স, তখন কিছু বুঝতাম না, এখন আবার দেখতে পাচ্ছি, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ।

  • @mirzatahmid4787
    @mirzatahmid4787 Před rokem +2

    বুড়ো মানুষটা আমার বাবার চরিত্রের। সহজ-সরল ভালো মানুষ। খুব ভালো লাগে।

  • @shakhawatkhulnahossain4810

    নাটকের মিউজিকের সাথে সাথে ,চলে গেলাম ছোট বেলায়, ইস আর একবার যদি ফিরে পেতাম সেই দিন গুলো।

  • @mdzahid2959
    @mdzahid2959 Před 7 měsíci

    একবার চিন্তা করে দেখলাম এই নাটকটি যখন শুরু হয়েছে তখন তো আমার জন্মই হয় নাই,,, একবার চিন্তা করলাম তখন কার ভালোবাসা গুলা বুজি কতই না সুন্দর ছিল,,, এই দিন আর সেই দিন কখনোই ফিরে আসবে না ❤

  • @saniyaafrinkoyel-890
    @saniyaafrinkoyel-890 Před rokem

    মনে পড়ে যায়,কতো সৃতি হায়। মধুর মিলন। অতীতের দিনগুলি মনে পড়লে কষ্টে আমার বুকটা ফেটে যায়

  • @ummemina246
    @ummemina246 Před rokem

    হুমায়ূন আহমেদের সব নাটক দেখা শেষ করে এবার এটা শুরু করলাম। আমার জেনারেশনের কেউ এই নাটকগুলো দেখে কিনা জানিনা।
    ছোট বেলায় মোশারফ,চঞ্চল,সজল তাদের নাটক ভালো লাগতো কিন্ত পাঁচ ছয় বছরের বেশি হবে নাটক দেখা বন্ধ করে বিভিন্ন বই পড়া নিয়ে ব্যাস্ত ছিলাম। কিছু দিন কোনো একটি কারনে খুব হতাশায় ভুগছিলাম। এমন কিছুই আমি চাচ্ছিলাম যেমন এই নাটক গুলো।

  • @saifulislam9360
    @saifulislam9360 Před 2 lety +2

    কোনো নাটকের সূচনা সংগীত এতো মধুর হতে পারে? নাটকটি ফিরে নিয়ে গেল সেই শৈশবে।

  • @nusratjahanbadhon527
    @nusratjahanbadhon527 Před 2 lety +4

    ব্যাকগগ্ৰাউন্ড মিউজিকটা শুনে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল।কি সুন্দর আগের দিনের পুরাতন নাটক।💙👍

  • @nusratjahanzerin5122
    @nusratjahanzerin5122 Před rokem

    ২০২৩ এ এসে এই নাটকটা দেখছি।সেই পুরনো দিনের কথা মনে পড়ে গেলো হুমায়ুন আহমেদ স্যারের বই ছাড়া আমার চলতোই না।এন্ডিং মন মতো না হলে রাগ করে বলতাম ওনার বই আর পড়বোইনা পড়ে ঠিকই বেছে বেছে তার বইগুলো আগে পড়ে শেষ করতাম।তিনি সত্যি অসাধারণ একজন লেখক ছিলেন।

  • @mrhasnat3925
    @mrhasnat3925 Před 2 lety +2

    হুমায়ুন আহমেদ এর নাটকে ধূমপান এর সাবলীল উপস্থাপন অামার ভালো লাগে 🥰

  • @samirroy8472
    @samirroy8472 Před 3 lety +2

    জনপ্রিয়তার শীর্ষে। অপূর্ব

  • @MehediHasan-ut4pq
    @MehediHasan-ut4pq Před 3 lety +2

    হুমায়ন আহমেদের প্রায় সব নাটক দেখার শেষের পথে

  • @shahanaafrin1040
    @shahanaafrin1040 Před 3 lety +7

    উফ এখানেও সাধারণ জ্ঞান! ৫০ জন নেবে :(

    • @hafezahmed2877
      @hafezahmed2877 Před 3 lety +3

      আপনার লেখার ধরন অসাধারণ সুন্দর।এক লাইনের মাধ্যমে নিয়ে এসেছেন আমাদের অসামান্য কষ্টের খোঁচা।

  • @mosharrafclip4533
    @mosharrafclip4533 Před 2 lety

    কোথাও কেউ নেই, নক্ষত্রের রাত, আজ রবিবার, বহুব্রীহি, উড়ে যায় বকপক্ষী, শেষ করে আজ এই ধারাবাহিক টা দেখা শুরু করলাম। ২০-০৮-২০২২

  • @user-qq2qk3kf9k
    @user-qq2qk3kf9k Před 11 měsíci

    প্রিয় লেখক হুমায়ূন আহমেদের অপূর্ব সৃষ্টি💓

  • @somnathde8680
    @somnathde8680 Před 10 měsíci +1

    কোনো তুলনা নেই।
    চিরো সবুজ।

  • @jonayedshibli5466
    @jonayedshibli5466 Před 4 lety +7

    হারানো দিন মানেই মনের অজান্তে চোখের কোনে এক ফোঁটা নোনা জল.... 😥

  • @alaminhosen9430
    @alaminhosen9430 Před rokem

    আজ রবিবার, উড়ে যায় বকপক্ষি,কোথাও কেউ নেই,নক্ষত্রের রাত,,বহুব্রীহি শেষ করে এইসব ূিন রাত্রি নাটকটি ূেখতে এলাম

  • @mhshuvo1997
    @mhshuvo1997 Před rokem

    বিনম্র শ্রদ্ধা হুমায়ূন আহমেদ স্যার

  • @arifpatwary5772
    @arifpatwary5772 Před 3 lety +5

    Title music is just speechless...missing my chilhood. মনটা যেন কোথায় হারিয়ে যায়।