আগামী আট মাসে বাংলা অনেক কিছু দেখবে । রুই কাতলা জেলে যাবে ?

Sdílet
Vložit
  • čas přidán 3. 04. 2023
  • রাজ্যপালকে দ্রুত ফেরত পাঠানো দরকার । না হলে অনেক কিছু শেষ করে ফেলবে লোকটি ।

Komentáře • 1,3K

  • @abhijitchatterjee5212
    @abhijitchatterjee5212 Před rokem +281

    কোটি কোটি মানুষ শান্তি চায়, চায় বাংলার প্রকৃত উন্নয়ন। চায় দুর্নীতি হীন বাংলার শাসন।

    • @anindyamitra2681
      @anindyamitra2681 Před rokem

      Bangalider ei korun obostha er janna bangali ra nijerai daii keno na era secu maku der power💪 e rekhe dieche tai tushtikaran hocche er paschim banga🇧🇩 Bangladesh hote jacche

    • @prasantakumarpaul1526
      @prasantakumarpaul1526 Před rokem

      অভিষেক-কে দেখলেই চোর মনে হয ।

    • @dpkar8971
      @dpkar8971 Před rokem +5

      দিল্লির কুক্কুট হৃদয় নেতা দের কাছে কিছু আশা করা বোকামি

    • @user-yu6nl9nq4x
      @user-yu6nl9nq4x Před rokem +1

      সমাজে শান্তি থাকলে কোন রাজনৈতিক দলই প্রাধান্য পাবে না। এজন্য ইচ্ছাকৃত অশান্তি সৃষ্টি করা হয় এবং তার থেকে বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করে।

    • @bhabeshmondal6829
      @bhabeshmondal6829 Před rokem

      কে দেবে বাউলা

  • @bratindrabhattacharya4377

    যারা এই পাহাড়-প্রমাণ দুর্নীতির খবর রাখেনা বা রাখলেও পরোয়া করেনা, যারা পাচশো টাকায় খুশি, তাদের ভোটেই তো ক্ষমতায় থেকে যেতে পারে!

  • @saibaldatta6615
    @saibaldatta6615 Před rokem +105

    রাষ্ট্রপতি শাসন কোন সমাধান নয়। আমরা জেগে ঘুমিয়ে থাকলে কোন কিছুই হবেনা। এইসব কিছুই আমাদের ঊন্যাসিকতার ফল।

  • @sattyamdas7055
    @sattyamdas7055 Před rokem +106

    sanmoy babu , আপনি খুব খুব ভালো থাকবেন। আপনি বা আপনাদের মত মানুষ জন আছেন বলেই বাংলার মানুষ আপাতত কিছুদিন আশায় বুক বেঁধে থাকতে পারবে।ধন্যবাদ।

    • @swatibanerjee1916
      @swatibanerjee1916 Před rokem

      আপনার সততা আমাকে মুগ্ধ করে।
      পশ্চিমবঙ্গ কে তছনছ করে দেওয়া সরকার এবং তৃণমূলী অমানুষগুলো যদি কেন্দ্রীয় শক্তির কাছে স্ট্র্যাটেজিক্যালি কমফর্টেবল মনে হয়, তাহলে আর তাদের বিচার হবে না? স্ট্র্যাটেজি ঠিক করবে, অভিষেক, রাজীব কুমার গ্রেফতার হবে কি হবে না?
      এটাই যদি হয়, তাহলে আমি আর অপশাসনের বাইরে কাউকেই দেখতে পাই না 😢

  • @maharajmaharaj1282
    @maharajmaharaj1282 Před rokem +50

    বাংলার সাধারণ মানুষ হিসাবে আমরা কেন্দ্র সরকারের কাছে আবেদন করছি 2024 আর 2026 সালে ভোটে কঠোর ভাবে কেন্দ্র বাহিনী দিয়ে ভোট দান এবং ভোট গননা করার ব‍্যবস্থা করুন , দেখবেন বাংলায় তৃণমূল কংগ্রেস বলে কিছুই থাকবে না .

    • @atinde78
      @atinde78 Před rokem +9

      শুধু কেন্দ্রীয় বাহিনী বললে হবে না, নির্দিষ্ট ভাবে মিলিটারি চাই। ভোট গ্রহণ কেন্দ্রের নির্দিষ্ট পরিসীমায় কঠোর আইন বলবৎ করে, ভোট কর্মী ও ভোটার ছাড়া, প্রয়োজনে তাৎক্ষণিক গুলি চালানোর নির্দেশ রেখে ভোট করা দরকার।

    • @amitabhbhattacharjee1181
      @amitabhbhattacharjee1181 Před rokem +1

      ​@@atinde78 Kintu kendriya bahini asar agei je bari bari giye boley ashe, je era dudiner jonne esheche, voter porei choley jabe, tarpor toh ekhanei thakte hobe, takhan garib sadharon manusher ki korar thake?

  • @jayantapaul5376
    @jayantapaul5376 Před rokem +41

    আমি কিন্ত বামপন্থী না। সাধারণ একজন মানুষ তবুও বলছি আপনি যাই বলুন আমি কিন্ত ব্যক্তিগত ভাবে সেটিং তত্ত্ব খারিজ করতে পাচ্ছি না।

  • @sasankakundu757
    @sasankakundu757 Před rokem +18

    হ্যাঁ সণ্ময়দা,আমরা সেই দিনটা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছি।

  • @prabirsensarma4179
    @prabirsensarma4179 Před rokem +152

    শুভ সকাল সন্ময় বাবু। আপনার কথা সত্য হোক ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। আর যাই হোক বাংলার সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করেছে সেই মুখোশধারী মহিলা এবং তার যুবরাজ যেন তাদের কৃতকর্মের সাজা পায় এই প্রার্থনা করি।

    • @rupachakraborty5911
      @rupachakraborty5911 Před rokem

      বাঙলার অনেক কিছুই হারিয়েছে,এখন শুধুই অপেক্ষা চোর জোচ্চোর দুর্বৃত্তের শাস্তি, আশায়,

    • @subalhalder9354
      @subalhalder9354 Před rokem +2

      Ok

  • @subratabhattacharya2299
    @subratabhattacharya2299 Před rokem +16

    যা বলেন তা ঘটে না যা ঘটে তা বলেন না।
    হাইকোর্ট যা বলেন সুপ্রিম এ থমকে যায়।
    যেমন ডি এ মামলা , এসব প্যাঁচপয়জার, শয়তানীর যোগাযোগ কে দেখিয়ে দেয় ? বোঝাপড়ার সেটিং তত্ত্ব তো এসেই যায়।
    পার্থ,কেষ্টা এসব চুনোপটি দেখিয়ে সেটিং তত্ত্ব খারিজ করা যায় না।।।

  • @sukumarpanda4127
    @sukumarpanda4127 Před rokem +35

    আপনার মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক মুল্যায়ন।

  • @bpd4894
    @bpd4894 Před rokem +45

    সন্ময় দা আপনাকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এই লুটেরা শয়তানদের বিরুদ্ধে আপনি যে ভাবে চোখে চোখ রেখে মাজা সোজা রেখে সত্য সংবাদ পরিবেশন করে যাচ্ছেন তা ভাবাই যায় না। ঈশ্বরের কাছে প্রার্থনা করি কোন শয়তান যেন কখনো কোন ভাবেই আপনাদের মতো নির্ভিক বলিষ্ঠ মানুষদের কোন ক্ষতি করতে না পারে।

  • @manishkumarsinharoy5661
    @manishkumarsinharoy5661 Před rokem +17

    বর্তমান রাজ্যপাল আনন্দ বোসকে এই রাজ্যে পাঠানো কোন স্ট্রাটেজির অঙ্গ?

  • @anikr4978
    @anikr4978 Před rokem +50

    কেন্দ্র যদি বিহারের বিভিন্ন জেলায় ৩৫৫ ধারা প্রয়োগ করতে পারে তাহলে এ রাজ্যে নয় কেন??? কিসের প্রীতি এ রাজ্যের জন্য!!!

    • @kakolikarmakar8029
      @kakolikarmakar8029 Před rokem

      Preeti noy hoyto ba rag. Ki ki gali diyechen sobai mile kendro ke. Vote tao to momta e ke diyechilen tokhon to keu vebe ekbaro dekhen ni. Amra suru thekei momta ke pochondo kortam na

    • @nibeditamukhopadhyay9541
      @nibeditamukhopadhyay9541 Před rokem +2

      সত্যিই তো !

  • @soumodipghosh229
    @soumodipghosh229 Před rokem +60

    *ভোট দেওয়ার আগে 10বার ভাবুন কারণ একটা ভোটই ভীষণ মূল্যবান*
    ------------------------------------------
    *কেন্দ্রীয় সরকারের বহুমুখী প্রকল্পগুলি হল*
    🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
    একটা মানুষের বেঁচে থাকার জন্য সবথেকে যেটা প্রয়োজন
    *1.প্রধানমন্ত্রী গরীবকল্যান অন্ন যোজনা-* খাদ্য (চাল, ডাল, গম,চিনি etc)
    *2. প্রধানমন্ত্রী আবাস যোজনা-* ঘর
    *3.স্বচ্ছ ভারত অভিযান-* শৌচালয়।
    *4.আয়ুষ্মান ভারত -* (5লক্ষ টাকা) স্বাস্থ্য। কার্ডটাতে নরেন্দ্র মোদীর ছবি দেওয়া আছে তাই মমতা ব্যানার্জি এরাজ্যে চালু করতে দেয়নি।ভারতবর্ষের সব রাজ্যে আয়ুষ্মান ভারত চলছে, কিন্তু একমাত্র পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত চলছে না।আয়ুষ্মান ভারতের 70% কেন্দ্র আর 30% টাকা রাজ্য দেয়।
    *5. জল জীবন মিশন -* বিশুদ্ধ পানীয় জল।
    *6.মনরেগা প্রকল্প-* গরীব মানুষদের জন্য 100 দিনের কাজ।
    *7. Skill Development Project-* বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ।এই প্রকল্পটিকে এরাজ্যে *উৎকর্ষ বাংলা* বলে চালানো হচ্ছে।
    *8.প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা-* রাস্তা।
    *9.বার্ধক্য ভাতা-* 800 টাকা দেয় কেন্দ্র আর 200 টাকা দেয় রাজ্য।এটা ভারত সরকারের প্রকল্প, রাজ্যের নয়।
    *10. প্রধানমন্ত্রী মাতৃবন্দনা প্রকল্প-* সরকারি hospital এ সন্তান প্রসবের পর 5 হাজার টাকা সহ AMBULANCE 🚑এ বাড়ি পৌছানোর ব্যবস্থা ও করে দিয়েছে।
    *11.* SC, ST দের Development এর জন্য কেন্দ্রীয় সরকার যে টাকা পাঠায় সেটা দিয়ে তাদের development না করে সেই টাকা দিয়ে *সবুজ সাথীর ভাঙা সাইকেল* দিচ্ছে।সাইকেলটা আবার কম করে 500 টাকা দিয়ে ঠিক করতে হচ্ছে।অভিষেক ব্যানার্জীর শ্যালিকা মেনকা গম্ভীরের শ্বশুরমশাই পবন অরোরা প্রতিটা সাইকেল থেকে 400টাকা কমিশন নেয়।
    *12.কৃষক সম্মান নিধি-* বছরে তিনবার 2000 টাকা করে 6000টাকা কৃষকদের Account এ
    ঢুকে যায়।2 বছর হয়ে গেলো এই প্রকল্পটিকে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে বন্ধ করে রেখে দিয়েছে।কারণ এই প্রকল্পটি চালু করলে নরেন্দ্র মোদী কৃষকদের কাছে famous হয়ে উঠবে।
    *13.মিড ডে মিল-* এটা ভারত সরকারের প্রকল্প।এর মাধ্যমে বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের স্কুল ছুটের সংখ্যা কমানো সম্ভব হয়েছে।
    *14. পি এম পোষণ-*
    ফল, ডিম, মাংস, দুধ শুধু পশ্চিমবঙ্গে নয় সারা ভারতবর্ষ জুড়ে দেওয়া হয়।এটা ভারত সরকারের নতুন প্রকল্প।শিক্ষার্থীদের অতিরিক্ত পুষ্টি সরবরাহ করার জন্য এই প্রকল্পটি করা হয়েছে।এটাকে মমতা ব্যানার্জি নিজের বলে চালিয়ে দিচ্ছে।
    *15. সমগ্র শিক্ষা মিশন-* বিদ্যালয়ের স্কুলের ব্যাগ,স্কুলের জামা, প্যান্ট, বই, খাতা দেওয়া হয়।এগুলো সবই কেন্দ্রীয় সরকার দিচ্ছে।কিন্তু মমতা ব্যানার্জি জামা, ব্যাগ এমনকি খাতাতেও বিশ্ববাংলার *ব* এর logo এবং নিজের ছবি বসিয়ে দিচ্ছে।
    *16.* কেন্দ্রীয় সরকার পর্যাপ্ত পরিমাণে ICDS(Integrated Child Development Services) কে যে টাকা দেয় সেই টাকা ICDS এর বিভিন্ন fund এ না দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিমাসে মহিলাদের একাউন্টে 500 টাকা ( *লক্ষ্মীর ভান্ডার* ) করে ঢুকিয়ে দিচ্ছে।এবার প্রশ্ন হচ্ছে ICDS এর প্রাপ্য টাকা টা দিচ্ছে কীভাবে ?
    কেন্দ্রীয় সরকার মিড ডে মিল প্রকল্পের জন্য যে টাকা দেয় সেই টাকার অধিকাংশ ICDS কে পরের মাসে দিয়ে দিচ্ছে।যারফলে এরাজ্যের স্কুলের ছাত্রছাত্রীরা মিড ডে মিল এ ভালো পুষ্টিকর খাবার ঠিকমতো পাচ্ছে না।
    এছাড়া সরকারি কর্মচারীদের প্রাপ্য টাকা DA না দিয়ে সেখান থেকেও বেশ কিছু টাকা চুরি করছে মাননীয়া লক্ষ্মীর ভান্ডারের জন্য।
    *17.প্রধানমন্ত্রী উজালা যোজনা-* রান্নার গ্যাস।
    *18. বিধবা ভাতা-* 800 টাকা দেয় কেন্দ্র ও 200 টাকা দেয় রাজ্য।40 থেকে 59 বছরের মহিলাদের দেওয়া হয়।এটা ভারত সরকারের প্রকল্প রাজ্যের নয়।
    *19. দিব্যাঙ্গ ভাতা-* দিব্যাঙ্গ দের জন্য 800 টাকা দেয় কেন্দ্র আর 200 টাকা দেয় রাজ্য।এটাকে মমতা ব্যানার্জি মানবিক ভাতা প্রচার করে রাজ্যের প্রকল্প বলে চালিয়ে দিচ্ছে।এটা ভারত সরকারের প্রকল্প, রাজ্যের নয়।
    *সুতরাং যা বোঝা যাচ্ছে, কন্যাশ্রী রুপশ্রী ছাড়া রাজ্যসরকারের কোনো প্রকল্প নেই,পশ্চিমবঙ্গের 6 লক্ষ কোটি টাকা ঋণ হয়ে গেছে এই দুটো প্রকল্প দিতে গিয়ে।এছাড়া দূর্গাপূজায় ক্লাব গুলোকে 60,000টাকা দেওয়া,লক্ষ্মীর ভান্ডার, খেলা মেলা করে ঋণের বোঝা বাড়িয়ে দিয়েছে।রাজ্য সরকারের ঋণ মেটানোর কোনো চেষ্টা নেই,শ্রীলঙ্কার ঋণ হল 6 লক্ষ কোটি টাকা।মমতা ব্যানার্জির tendency হল রাজ্যকে ঋণের বোঝা বাড়িয়ে দেওয়া,এই ঋণ যতদিন শোধ না হবে ততদিন পশ্চিমবঙ্গে চাকরি,শিল্প,স্বাস্থ্য ক্ষেত্রে কোনোদিনই উন্নতি হবে না।*

    • @roys9026
      @roys9026 Před rokem +4

      BJP BJP😊😊😊

    • @gopikrishnaghosh3494
      @gopikrishnaghosh3494 Před rokem +5

      Only bjp

    • @bipulpall6873
      @bipulpall6873 Před rokem +6

      এই রিপোর্ট টা প্রতিনিয়ত অব‍্যহত রাখবেন
      জয় শ্রী রাম 🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

    • @kakolikarmakar8029
      @kakolikarmakar8029 Před rokem +4

      @@bipulpall6873 joy Sriram

    • @kakolikarmakar8029
      @kakolikarmakar8029 Před rokem +4

      Joy Sriram bjpr joy hok

  • @gourangabiswas1988
    @gourangabiswas1988 Před rokem +9

    একা ধর্না দিলে টাকা পাওয়া যায়
    আর জারা সঠিক আদায় জন্য ধর্না দিছে তারা কিছু এই পাচ্ছেনা
    মানুষ দেখেছে দুই দল এই সেটিং এ চলছে

  • @mrinalchatterjee5922
    @mrinalchatterjee5922 Před rokem +30

    বাঃ বাঃ যে সব দুর্নীতির মাথা তাকে গ্রেফতার কোরলে সেন্টিমেন্ট হবে বলে এত চুরি খুন করিয়েও ছাড়া??????? ধিক্কার জানাই এই নিতিকে

    • @kakolikarmakar8029
      @kakolikarmakar8029 Před rokem

      Nitin. Akhilesh kejri mamta sob kotai ek thalir chatte patte

    • @Bima-dl6qz
      @Bima-dl6qz Před rokem

      এটা আমাদের মতো অনেকেরই প্রশ্ন। বেগম কোনো শাস্তি পাবেনা? জেলে বাস করবেনা?

  • @P.D886
    @P.D886 Před rokem +73

    আপনার প্রতিবেদন শুনতে শুনতে রোজ একটা অলীক কল্প জগতে চলে যাই।দারুন লাগে।

    • @basubanasri1358
      @basubanasri1358 Před rokem +7

      Pradip Das :: বাঃ..! মন্তব্যটি সুন্দর..!
      ".. নিশিদিন ভরসা রাখিস হবেই হবে..!
      ওরে মন হবেই হবে..!
      যদি পণ করে থাকিস সে পণ তোমার রবেই রবে.." -- ( রবি-কবি ) .. ❤🎉❤ ..

    • @sudipamaitycreation3612
      @sudipamaitycreation3612 Před rokem +6

      কল্পনা আর বাস্তবের অনেক ফারাক।

    • @user-tb2vp6lw6k
      @user-tb2vp6lw6k Před rokem

      এই গ্যাস খেয়ে ভাবতে ভালো লাগে গ্যাসের দাম অর্ধেক হয়েছে, ভাবের ঘরে চুরি করে আনন্দ পাই এই ভেবে যে সব চোর জেলে গেছে। আদার ব্যাপারি হয়েও আদানি কে প্যাদানি দিই মনে মনে।😜

    • @AmarAkbarAnthony_JhonJonyJanar
      @AmarAkbarAnthony_JhonJonyJanar Před rokem +3

      একটাই উদ্দেশ্য। ভিউজ বাড়িয়ে রোজগার আরো বাড়ানো।😂😅

    • @basubanasri1358
      @basubanasri1358 Před rokem +1

      @@AmarAkbarAnthony_JhonJonyJanar সদুদ্দেশ্য বোঝা.. কিছু মানুষের পক্ষে সত্যি ই কঠিন..!
      আরও, যারা.. ধান্দা বা অসৎ উদ্দেশ্যে মন বা মস্তিষ্ক ব্যপৃত থেকে..??.. যা মনে হয় ; আপনাকে বা আমাকে "উৎসাহিত করে না... ????..!!!!

  • @uttamsen278
    @uttamsen278 Před rokem +88

    মাঝে মাঝে মনে হয় আমরা গণতান্ত্রিক রাষ্ট্রে বাস করছি না!!

  • @ramchandrabarman4212
    @ramchandrabarman4212 Před rokem +42

    Sir your observation is soothing to ear but there is Gulf of distance between reality and your observation

    • @basubanasri1358
      @basubanasri1358 Před rokem +1

      Ramchandra Barman : : YET.. Sir..!
      "We shall overcome..! & ..
      We shall overcome.. !!...
      মন্ মে হ্যয় বিসওয়স্ ..!
      (আর হিন্দি বলা ঠিক হবে না.. এই যিনি লিখছেন)..??.. 😅😅 😂😂 😊😊..

    • @gargibanerjee9666
      @gargibanerjee9666 Před rokem

      Absolutely right.If the Central Government wanted Abhisekh Banerjee would have been arrested there is enough evidence.

  • @sunilsamanta5254
    @sunilsamanta5254 Před rokem +2

    সনময় বাবু আপনার অক্লান্ত পরিশ্রম ভগবান নিশ্চই বাস্তবে রূপ দেবেনই দেবেন, এটা আমার দৃড় বিশ্বাস। ভগবান আপনাকে সুস্থ রাখুক।

  • @apurbaroy5295
    @apurbaroy5295 Před rokem +123

    খুব সঠিক এবং মূল্যবান প্রতিবেদন করেছেন, গৈরিক অভিনন্দন জানাই।

    • @sabbirrahmanansary6193
      @sabbirrahmanansary6193 Před rokem

      Akebare sothhik kothhai. Bolechhen sonmoy. Babu amorao. Chatok pakhir moto chaia achhi bangla koto dine mukti pabe .

    • @sabbirrahmanansary6193
      @sabbirrahmanansary6193 Před rokem +3

      Jai bolun sir banglai je ato kando tate monee hoi je modijir nischoi kichhu momota benarji mathhai hat achhei achhe

  • @jhunuduttajhunu6002
    @jhunuduttajhunu6002 Před rokem +11

    আমার মতে যারা, ৫০০টাকা, মাসে, পাচ্ছে, তারা যদি, ভিক্ষে, করে, সংসার চালায়,, তাতেও, অনেক টাকা, আয়, করতে পারেন, এটাও, ভিক্ষে, যেটা দিদি, দিচ্ছে, সেটাও, ভিক্ষে, তবে কেন, ওনার, পায়ে, পড়ে থাকবো,

  • @babaidey7506
    @babaidey7506 Před rokem +11

    7 থেকে 8মাস সময় নেবে ???? ততদিনে এই রাজ্য ছাড়া হতে হবে না তো ??? 1971 এর স্মৃতি ফিরে আসবে না তো ???

  • @chanchalsett9449
    @chanchalsett9449 Před rokem +7

    কালীঘাটের পরিবারের কিছু হবে না, নাগপুরের সাথে সেটিং আছে। যা কিছু যদি হয়, কান পযন্ত হবে।

  • @souravpakira4995
    @souravpakira4995 Před rokem +86

    কোন রাজ্যে আছি! কবে পরিত্রাণ পাবো ভগবান ই জানে !

    • @dharsgreen650
      @dharsgreen650 Před rokem

      ভগবান নয় মানুষকেই মিলিত ভাবে এই হিন্দু মুখোশ ধারী মেকী মুসলিম দলকে যোগ্য শাস্তি দিতে হবে । পালাতে পথ পাবেনা এমন দিন আসবেই ।

    • @subhendubikashmallick9215
      @subhendubikashmallick9215 Před rokem

      King pin না জেলে গেলে নিসকৃতি নেই

  • @amitbasumallik261
    @amitbasumallik261 Před rokem +13

    কেন্দ্রীয় সরকার প্রতিটি সৎ বঙ্গবাসীর কবর দেখতে চায়। জয় হোক কেন্দ্রীয় সরকারের!

    • @utpalmukherjee9835
      @utpalmukherjee9835 Před rokem

      যাক এতদিন বাদে আপনি কেন্দ্রীয় সরকারের মহান কার্যকলাপ সম্পর্কে বলার মহান দায়িত্ব বাংলার সুখী মানুষের কষ্ট লাঘব করার কাজ শুরু করলেন!!! কেন্দ্রীয় সরকারের গর্ব:: পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় নেতা এদেশে ই পাওয়া গেল!!! অর্থাৎ কবির কথা মিলে গেল ""ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন............""ইত্যাদি ইত্যাদি ইত্যাদি।।।

    • @bidyutkumarbanerjee8410
      @bidyutkumarbanerjee8410 Před rokem +2

      হক কথা কইসেন

    • @jeetsabant7869
      @jeetsabant7869 Před rokem

      Sajal Ghosh in every delete defends cpm . Why ?? Is he the hidden spokesperson of cpm ?? Bjp workers are not taking it easy .

  • @biplabpaul377
    @biplabpaul377 Před rokem +47

    সন্ময় বাবু আপনাকে সন্মান জানিয়ে বলছি বর্তমান পরিস্থিতি তে আপনার এই কথা বিশ্বাস করতে পারছিনা। আমার ভাবনা ভুল হলে সবথেকে বেশি খুশি আমিই হবো।

    • @sambitbasu9768
      @sambitbasu9768 Před rokem +2

      Thik bolechen Sanmay babur kono kothai biswas joggo noy.. Kajei onar video na dekhai bhalo... Aar dekhleo anondito hobar kichu nei. Uni ja khusi bolben aar Didi 220 Adhikari private limited 68 Sanyukta morcha 2 gorkha morcha 1

    • @abhijeet5101964
      @abhijeet5101964 Před rokem

      @@sambitbasu9768 এই দ্যাখো আর একটা চটি চিবুনো চোর!

  • @ashokroy1827
    @ashokroy1827 Před rokem +18

    ধন্যবাদ সন্ময়দা খুব ভালো বিশ্লেষণ করলেন।।

  • @goursir5803
    @goursir5803 Před rokem +17

    Lot of respectful obiences for your extraordinary explanations

  • @pratulkantidas9155
    @pratulkantidas9155 Před rokem +16

    হিন্দু মুসলিম দাঙ্গা বাধিয়ে উনি আনন্দ সফরে ব্যস্ত।

    • @kakolikarmakar8029
      @kakolikarmakar8029 Před rokem

      Oi mukhe abar modijike bole nogra nogra kotha nije ki

    • @ruplalgupta7172
      @ruplalgupta7172 Před rokem +1

      বঙ্গোপসাগরে র অথাহ জলে ডুবতে চলেছে খেয়া তৃণ মূলের!ডাকছে ঢেউ আয় আয় বুড়ী,তোমার জন্য ক্ষুধার্থ আমি!

    • @kakolikarmakar8029
      @kakolikarmakar8029 Před rokem +1

      @@ruplalgupta7172 😀😀😀😀😀

  • @user-dj2ee7ux3h
    @user-dj2ee7ux3h Před rokem +37

    আমি আপনার বক্তব্য মন দিয়ে
    শুনি।

  • @prabhatmaiti4083
    @prabhatmaiti4083 Před rokem +5

    সন্ময়বাবু আপনার কথা অনুযায়ী সুপ্রিম কোর্টে তারিখের পর তারিখ কেন হচ্ছে , বোঝা যাচ্ছে। ভাইপো ও পিসী মহাআনন্দে আরো অনুপ্রেরণা যোগাবে।

  • @garhwalinmyvains7494
    @garhwalinmyvains7494 Před rokem +53

    কারোর বিরুদ্ধে কোনও ব্যাবস্থা হবে না।

    • @Shovon44444
      @Shovon44444 Před rokem +3

      Abossoi hobe

    • @bidyutadak2015
      @bidyutadak2015 Před rokem

      @Garhwal in My Vains একদম ঠিক বলেছেন। শুধু কিছু চুনোপুটিকে ধরছে আরও কিছু ধরবে। আসলে বড় বড় চোরদের প্রতি মোদী-শাহের একটা soft corner আছে।😮😮

    • @garhwalinmyvains7494
      @garhwalinmyvains7494 Před rokem +2

      @@Shovon44444 সময় উত্তর দেবে।

    • @souravmukherjee7565
      @souravmukherjee7565 Před rokem +4

      তুই মোদী কে এখনও চিনিস না..partho, Anubrato গেছে এবার ভাইপো যাবে

    • @garhwalinmyvains7494
      @garhwalinmyvains7494 Před rokem

      @@souravmukherjee7565 তুইতোকারি করছেন কাকে? নিজের পারিবারিক শিক্ষা আর পরিচয়, তারসঙ্গে নিজের দুষিত রক্তের পরিচয় এভাবে সামাজিক মাধ্যমে প্রকাশ করবেন না। আর তাছাড়া মোদীকে চেনার দরকার নেই, সময়ই উত্তর দেবে।

  • @baidyaswapan
    @baidyaswapan Před rokem +9

    মাঝে মাঝে ELECTION-এর দিকে নজর রেখে একটু খোঁচা দেয়া ছাড়া এখনো পর্যন্ত কিছু করেনি । হয়টো FUTURE এ তাদের রাজনীতি ক লাভবান এর জন্য কড়বে সাধারণের দিকে তাকিয়ে নয়।

    • @saikatdas1379
      @saikatdas1379 Před rokem +1

      I think the same. All this thing for 2024 lokesobha elections. Then it will be same as it is. If court can’t give verdict to saradha scam properly. Sometimes I doubt about Supreme Court verdict.

  • @tarunkumarday399
    @tarunkumarday399 Před rokem +2

    কথা গুলো শুনে শান্তি পেলাম। খুব দ্রুত সেটা দেখতে চাই ।

  • @sanjibbasak4966
    @sanjibbasak4966 Před rokem +2

    আপনার বক্তব্য অত্যন্ত স্পষ্ট, আমি আপনাকে সমর্থন করি ও সম্মান করি।।

  • @kakalisarkar7345
    @kakalisarkar7345 Před rokem +3

    আপনার প্রতিবেদন সঠিক ,সেই সঙ্গে শুভেন্দু দার মন্তব্যের সঙ্গে একেবারে একমত ।

  • @dipaksamanta2418
    @dipaksamanta2418 Před rokem +3

    সন্ময় বাবু আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও অভিনন্দন। আশায় রইলাম 🙏🏼🙏🙏🏼🙏

  • @apumondal7290
    @apumondal7290 Před rokem +5

    ধৈর্য্য আর রাখতে পাচ্ছি না,আগে হোক তারপর বিশ্বাস করবো

  • @malotipramik
    @malotipramik Před rokem +12

    এখন‌তো উনি দাংগার উস্কানি দিচ্ছেন।

  • @dhirendarsingh6893
    @dhirendarsingh6893 Před rokem +28

    Jai shree Ram dada 🙏🏻🙏🏻🚩🚩

  • @durbadaldasgupta7787
    @durbadaldasgupta7787 Před rokem +11

    একই ঢাক তো আপনি বাজিয়ে চলেছেন গত কয়েক বছর ধরে। পূজোর পরে, কালীপুজোর পরে, বাজেটের পরে, আগামী এক মাস পরে, ভোটের পরে - এই করে তো বেশ কয়েক বছর ধরে, সেই সারদা কেলেঙ্কারির সময় থেকে, এখন বলছেন ৮ মাসে?

    • @bidyutkumarbanerjee8410
      @bidyutkumarbanerjee8410 Před rokem

      এবার আগামী শতাব্দীতে হবে বলবেন আর আমরা বলবো -- কি আনন্দ! কি আনন্দ!

  • @akry7879
    @akry7879 Před rokem +2

    বাংলার ভীত সঙ্কুচিত মানুষকে নিশ্চিন্ত করুন।

  • @trur9876
    @trur9876 Před rokem +2

    সন্ময় বাবুর মতো একজন মানুষের জন্য আমরা অনেক কিছু জানতে পারছি যেগুলো TV News Channel গুলো জনসাধারণকে জানাতে ভয় পায়।
    Punishment দেওয়ার authority সন্ময় বাবুর হাতে নেই।
    ওনার সাহসের প্রশংসা করতেই হয়।

  • @ahili.7285
    @ahili.7285 Před rokem +14

    Good Morning 🙏 Dada

  • @shankarsarkar831
    @shankarsarkar831 Před rokem +6

    We want someone like Jagdeep Dhankar ji as our Governor

  • @sheikhaniselhuq1438
    @sheikhaniselhuq1438 Před rokem +1

    However, dissenting voices like yours are always valuable to keep tabs and watch on the ruling gentry.

  • @kishorrarhi6594
    @kishorrarhi6594 Před rokem +1

    সংবিধানে দ্দুর্নীতি আটকানোর কোনো Provision নেই, নেই কোনো পন্থা নিরুপদ্রব ভোট করানোর, নেই কো

  • @bhaskarchakraborty2778
    @bhaskarchakraborty2778 Před rokem +11

    আর ১৫ বছর বাচঁতে চাই মমতা মদনা ববি ব্রাত্য পার্থ অনুব্রত এদের শেষটা দেখে যেতে চাই।

  • @shankarchatterjee8302
    @shankarchatterjee8302 Před rokem +3

    সঠিক ভালো লাগলো এই প্রতিবেদন।

  • @ritayannarayanbiswas1502

    Dhankar-Sir ke khub miss korchi.🙏🙏🙏 Khub mone pore sei bolishtho bektityo ja WB-er mon joy korechhilo !

  • @prabirkumarray4657
    @prabirkumarray4657 Před rokem +12

    SanmoyBabu, we always wait for good news for Bengal and India from you.Your speeches and thiniking should reach to the Policymaker of India and Chief Justice of Supreme Court for the sake of our Country.

  • @chandanpalshorts
    @chandanpalshorts Před rokem +11

    পিসি ভাইপো পাপের ঘড়া এখনো কি পুরনো হয়নি ?

    • @chevktm7380
      @chevktm7380 Před rokem

      যতো দিন মোদী জি আছে ততো দিন পুরন হবে না

  • @nikhilhal6602
    @nikhilhal6602 Před rokem +5

    অবশ্যই সেটিং আছে।

  • @babunbiswas2760
    @babunbiswas2760 Před rokem +2

    বর্তমান সাংবিধানিক প্রধানকে এক্ষনি সরানো উচিৎ।

  • @rinadas2426
    @rinadas2426 Před rokem

    ঠিকই বলেছে শুভেন্দুবাবু, আনন্দবোসকে সরানো উচিৎ ৷

  • @bipulpall6873
    @bipulpall6873 Před rokem +62

    কষ্টের সময়গুলো অনেক দীর্ঘতর হয় এখন পশ্চিমবঙ্গের মানুষ তা হারে হারে টের পাচ্ছে ।

  • @janapriyaghosh4996
    @janapriyaghosh4996 Před rokem +34

    আপনি বিভিন্ন বিষয় নিয়ে সুনির্দিষ্ট তথ্য দিয়ে থাকেন। আপনাকে ধন্যবাদ। মুখ্যমন্ত্রী এক সাথেই বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন কলেজে পড়াশোনা করেছেন। তাদের সময় নাকি এটা আইনত করাযেতো।
    এটাকি সঠিক ? যদি না হয় তাহলে এই বিষয়ে আলোকপাত করুন।

    • @asokghosh077
      @asokghosh077 Před rokem +3

      আমি নিজে ১৯৬৭ সালের HS পাশ করে কলকাতা বিশ্ববিদ্যালয়ে নাম রেজিস্ট্রেশন করে সিটি কলেজে B Com-এ ভর্তি হই। ফলে আমার পক্ষে আর কোথাও admission নেওয়া কোনো ভাবেই সম্ভব ছিল না। করন একটা HS marksheet -এ একটাই রেজিস্ট্রেশন নম্বর হয়। কলেজে বদল করতে হলে অবশ্যই Transfer Certificate নিয়ে অন্য কলেজে ভর্তি হতে হয়। ফলে ২/৩ টে কলেজে এক সাথে বিভিন্ন বিষয় নিয়ে ভর্তি হওয়ার সুযোগ কোনোদিন ছিল না। যিনি এই দাবি করেছেন তিনি ঠিক কথা বলেছেন না।

    • @prabhatmaiti4083
      @prabhatmaiti4083 Před rokem +1

      ফালতু কথা মুখ্যমন্ত্রী বলে থাকে। ভাবুন এম বি বি এস ক্লাস করতে করতে ইঞ্জিনিয়ারং পাশাপাশি ইকোনমিক্স এর এম এ ক্লাস করা সম্ভব? কোনও দিন ও ভাবে ক্লাস না করে পরীক্ষা দেওয়া যেত না ৭০% ক্লাসে হাজির থাকতে হতো। আমি এই মাকাল ফলের সমসাময়িক কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম । এ ভাবে একমাত্র ল পড়া যেত সান্ধ্য কলেজ এ কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যারা মাস্টার ডিগ্ৰী পড়ত তারা ডিপ্লোমা ইন ল করতে পারত । তাছাড়া এই মহিলা জাল সার্টিফিকেট নিয়ে বাজারে পিএইচডি ডিগ্ৰী পেয়েছেন বলে প্রচার করেছিল।যেই ধরা পড়ল ১৯৮৪ তে যে ইষ্টজর্জিয়া বিশ্ববিদ্যালয় নামে কোনও বিশ্ববিদ্যালয় সারা পৃথিবীতে নেই,অমনি পাল্টি। এ সব ধাপ্পা।

  • @bijanbasak7081
    @bijanbasak7081 Před rokem +37

    সেটিং না থাকলে এত অন্যায় প্রশ্রয় দেওয়া কোনো দেশের প্রধানের কাজ হতে পারে না

    • @arabindamaiti8189
      @arabindamaiti8189 Před rokem +1

      আপনার কথা একদম যথার্থ। মাঝখান থেকে আমরা শুধু অনেক লেকচার শুনে যাই। নানা অন্যায় কাজের প্রমাণগুলো লোপ পেতে থাকে। অধিকাংশ বিচার মাঝখানে এসে থেমে যায়।

  • @satyanarayanbaral8500
    @satyanarayanbaral8500 Před rokem +7

    এই মহিলা আর ভাইপো কি কি লুট করেছে তার বিস্তারিত এক দুই করে জানান। আর একই বক্তব্য বার বার না বলে একটু সংক্ষিপ্ত করুন। এই অনুরোধ।

  • @abhijitksinha8296
    @abhijitksinha8296 Před rokem +6

    Success is easy when we find something we LOVE.
    The core thought of the think tank is Love for the country.
    They have concluded that all these regional parties have no love for the country.
    Therefore congress out of the dynasty control is better as an opposition.

  • @dipakbhattacharjee1406
    @dipakbhattacharjee1406 Před rokem +38

    কি হচ্ছে এ বাংলায়? ভাবতে পারছি না।

  • @tanmoyadhikary7612
    @tanmoyadhikary7612 Před rokem +1

    আপনার এই সেগমেন্ট টা শুনতে খুব ভালো লাগলো কারণ এর মধ্যে বেশ একটা টান টান উত্তেজনা আছে,অনেকটা এখনকার দিনের ওয়েব সিরিজের মতো। কিন্ত বাস্তবের সাথে কোনো মিল নেই,আর যদিও পাওয়া যায় সেটা কাকতালিও।

  • @uttam1642
    @uttam1642 Před rokem +8

    সন্ময় স্যারের এই অসাধারন প্রতিবেদন টি সবাই দেখুন এবং সবাই শেয়ার করুন 🙏🙏🙏বাংলারস্বার্থে

  • @durbadaldasgupta7787
    @durbadaldasgupta7787 Před rokem +36

    সংবিধানের দোহাই দিয়ে কিছুই করা যাবে না, তাহলে আবহমান কাল ধরে এই সব চলতেই থাকবে, যতদিন পর্যন্ত না ভয়াবহ কিছু ঘটনা এই রাজ্যে ঘটে, আর নপুংসক কেন্দ্র বসেই থাকবে।

    • @mrinalchatterjee5922
      @mrinalchatterjee5922 Před rokem +3

      একদম এটাই। আর আমরা মোরবো কেন্দ্র দেখবো

    • @rubidas690
      @rubidas690 Před rokem +3

      বর্তমানে দুর্নীতিগ্রস্ত স্বৈরাচারী অত্যাচারীর হাত থেকে নাগরিকদের অধিকার রক্ষা করতে সংবিধানের সংশোধনের প্রয়োজন আছে ।

    • @bidyutkumarbanerjee8410
      @bidyutkumarbanerjee8410 Před rokem +3

      নপুংসক কথাটা দারুন বলেছেন

    • @drjkghosh2568
      @drjkghosh2568 Před rokem

      Didi's background puts in the nadir of political career

    • @shyambazar6549
      @shyambazar6549 Před rokem +1

      Bangler valò Bangler manush agay kòruk

  • @paritoshchandradey783
    @paritoshchandradey783 Před rokem +15

    I also feel that Centre shall not do impositions of 355 and 356 in Bengal or any of other punitive actions against CM Mamata and Abhishek too. Mamata shall undoubtedly continue further more as Bengal CM.
    Centre is only trying best to defeat or weaken Mamata and her TMC party through Panchayat, Assembly and General Elections in Bengal.
    In the circumstances, political violences shall be more or less going on in Bengal.
    For Mamata and her TMC : DO OR DIE STRATEGIES FOR WINNING ALL FORTHCOMING ELECTIONS in Bengal. FOR Bengal jonogon : BOLIR PATHA (BOKRA) as usual.
    As CM of Bengal, most corrupted Mamata does ever remain unconquerable and undefeated.

  • @asitray6736
    @asitray6736 Před rokem +1

    ভাবালে হবে না, বার বার আঘাত করুন, নতুন নতুন দুর্নীতি সামনে আসবে আর আমরা সেই সবে মগ্ন হয়ে যাব, আর খোয়াব দেখব, মাথা ধরবে, এতে সাধারণ জনগণের কোন লাভ হবে না। যাক বিষয়টি উত্থাপন করার জন্য আন্তরিক ধন্যবাদ।।

  • @kalyanmukherjee5380
    @kalyanmukherjee5380 Před rokem +8

    Arresting so many top leaders is not an ordinary matter.

  • @Spacethrow3224
    @Spacethrow3224 Před rokem +20

    Sir, দিদির এই ধরনের মন্তবের জন্য আগামি দিনে দাঙা হবেই, আমরা ভিত,

  • @panchanansaha926
    @panchanansaha926 Před rokem +3

    আমরা মানে সাধারণ জনগণ কে কিছু করতে হবে,,,সরকার ফেলে উল্টো ফল হবে,,,agreed কিন্তু কিছু স্টেপ নেওয়া দরকার,,,,এখন মনে হয় পৃথিবীর কোন শক্তি কে এরা ভয় পায় না,,কোন নিয়ম নীতি মানে না,এক এক জন এক এক আইনের জনক,,,কিছু হবে না দাদা ।।।।।।।।

  • @dibakarsarkar3985
    @dibakarsarkar3985 Před rokem +18

    এই রাজ্যপাল লাক্সারিতে অবসর জীবন কাটাতে এসেছেন।

  • @tapandas4535
    @tapandas4535 Před rokem +4

    Dec.চলেগেল এখনMarch আবার 8মাস এ ভাবে আর বেশি দিন খাওযানো জাবে?

  • @sandip9825
    @sandip9825 Před rokem +9

    Any home minister is always responsible for mal-functioning of Law and Order. High Court can go for a suo-motto. But....

  • @Spacethrow3224
    @Spacethrow3224 Před rokem +6

    Sir, এর বিরুদ্ধে কি কোনো ব্য৷বস্থা নেওয়া যায না

  • @sahebhalder1554
    @sahebhalder1554 Před rokem +1

    খুবই সুন্দর প্রতিবেদন sir 🙏

  • @hrishikeshsarkar8860
    @hrishikeshsarkar8860 Před rokem

    আপনি অদ্ভুত কথা বলছেন।।।ভাইপো এবং পিসি মূল সড়যন্ত্রকরি

  • @panchaliroychowdhury7998

    আশা এখন নিরাশায় পরিণত হয়েছে

  • @ashokesen9051
    @ashokesen9051 Před rokem +15

    পাবলিক সহানুভূতি থাকলে অপরাধীকে ধরবে না। তাহলে সবাই পাবলিক সহানুভূতি তৈরী করে যে কোন অপরাধ করবে।

  • @kananmandol9596
    @kananmandol9596 Před rokem

    হিন্দু মুসলমান মরুক ক্ষতি নেই তবু করাপশন ফ্রী রাজনীতি চাই।

  • @bhagabanprasadsarkar6510
    @bhagabanprasadsarkar6510 Před rokem +37

    আমি একজন আপনার নিয়মতো শ্রোতা। আপনি যতই বলতে থাকুন, দাদা-দিদির সেটিং ভাঙতে পারবেন না! এটা পশ্চিমবঙ্গের অধিকাংশই মানুষ বিশ্বাস করে।

    • @subhrabhowmick9816
      @subhrabhowmick9816 Před rokem +2

      Right

    • @dilipnaskar4401
      @dilipnaskar4401 Před rokem

      সঠিক

    • @samirmukherjee4932
      @samirmukherjee4932 Před rokem +1

      সম্পূর্ণ ভুল চিন্তা। সময়ে সব পরিষ্কার হয়ে যাবে। এতটা মন খারাপ করবেন না।

    • @indicculture4086
      @indicculture4086 Před rokem

      কেন্দ্রের অপরিণত বিরোধী দলগুলির প্রতি কড়া চড়... সুপ্রিম কোর্ট কংগ্রেসের নেতৃত্বে 14টি বিরোধী দলের দায়ের করা আবেদন প্রত্যাখ্যান করেছে, বিরোধী নেতাদের বিরুদ্ধে CBI এবং ED-এর মতো কেন্দ্রীয় সংস্থাগুলির "স্বেচ্ছাচারী ব্যবহারের" অভিযোগ করেছে৷
      আবেদনকারীরা হলেন- কংগ্রেস, ডিএমকে, আরজেডি, বিআরএস, টিএমসি, এএপি, এনসিপি, উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন সেনা দল, জেএমএম। JD(U), CPI(M), CPI, SP এবং J&K National Conference।
      মজার ঘটনা হল কংগ্রেস, সিপিআই(এম), সিপিআই পশ্চিমবঙ্গে জোটবদ্ধ শক্তি এবং মনে হচ্ছে তারা দুর্নীতির অভিযোগের জন্য টিএমসির বিরোধিতা করছে। আসলে কংগ্রেস, সিপিআই(এম), সিপিআই হল পশ্চিমবঙ্গে টিএমসির “বি” দল এবং তারা পশ্চিমবঙ্গে বিজেপির ভোট কাটার ফ্যাক্টর হিসাবে কাজ করছে। কংগ্রেস, সিপিআই(এম) চাইছিল টিএমসি কে যেন CBI এবং ED-এর মতো কেন্দ্রীয় সংস্থাগুলি হেনস্থা না করে। রাষ্ট্রপতি নির্বাচনের সময়ও এই অশুভ আতাঁত দেখা গেছে।

    • @tapaskumarbhar6206
      @tapaskumarbhar6206 Před rokem +1

      সেকু ( হাইব্রিড হিন্দু ) মনে হচ্ছে ।

  • @debashisdas6258
    @debashisdas6258 Před rokem +7

    2024-এ লোকসভা নির্বাচনের আগে কিছু করা কি সম্ভব?

  • @subhadeepdey3824
    @subhadeepdey3824 Před rokem +13

    '' অপদার্থ Governor''.. একদম ঠিক ❤

  • @007rudra
    @007rudra Před rokem +8

    Sir আপনার কথা বার্তা শুনে মনে হচ্ছে যে আপনি এই প্রতিবেদন করার আগে ভারত এর স্বরাস্ট্র মন্ত্রীর সঙ্গে hot line এ কথা হয়।
    স্যার আপনার রাজনৈতিক সত্তা আপনার সাংবাদিক সত্তা কে চাপিয়ে যাচ্ছে।

  • @arunranjit-yy8fd
    @arunranjit-yy8fd Před rokem +7

    সেটিং হয়ে গেছে।

  • @07rito
    @07rito Před rokem +30

    হ্যাঁ আপনারা কিন্তু বলেছিলেন অনুব্রত তিহাড় জেলে যাচ্ছে, তাই হয়েছে। কিন্তু সন্ময় বাবু এখনো প্রচুর মহিলা 500 1000 টাকার জন্য অনেক মহিলা তৃণমূল সমর্থিত আছে ‌। এটা চির সত্যি কথা।

    • @atinde78
      @atinde78 Před rokem

      লজ্জার কথা কিছু আছে যাদের দলীয় স্বার্থে ৫০০/১০০০-এর বাড়তি দেওয়া হয়, আর শহরাঞ্চলের অধিকাংশ মধ্যবিত্ত, যারা এই অনুদান পেতে পারেন না, তারাও লালায়িত হয়ে এই ভিক্ষার টাকা পেয়ে মাথাটাও বিক্রি করে দেন।

    • @hitstraight
      @hitstraight Před rokem +2

      amar porichito ekjon achen jini Rs. 38000 monthly central govt. widow pension pawar poreo 1000 taka tmc r theke tolen. onar cheleo kintu kormoroto.

    • @manasbhattacharya2074
      @manasbhattacharya2074 Před rokem

      যার ছেলে চাকরির জন্য ধর্ণা দিচ্ছে তার মা এদিকে ৫০০ টাকা পেয়ে তৃণমূলকে ভোট দিচ্ছে, এরা এতটাই অবুঝ।

    • @kakolikarmakar8029
      @kakolikarmakar8029 Před rokem +2

      @@hitstraight manuser lobh tai to sob ses kore dey. Eder manus bola jayna

    • @anindyamitra2681
      @anindyamitra2681 Před rokem

      Bhikhari der janna paschim banga sesh

  • @PKDey-zv7pt
    @PKDey-zv7pt Před rokem +8

    কী হবে আপনি ভালোই জানেন।

  • @netaisardar418
    @netaisardar418 Před rokem +1

    প্রধান জানোয়ার আর জানুয়ারির ফাঁসি চাই।

  • @hiralalbhakat9139
    @hiralalbhakat9139 Před rokem +5

    কি করে বোলছেন Coal Scam এ CBI এর ভূমিকায় প্রশ্নচিহ্ন পরেগেছে!

  • @D.P.
    @D.P. Před rokem +23

    It's completely disheartening to be informed about the soft corner of the delhiites in the south block towards the witch of Bengal. This establishes the theory that law is inequal. The root cause of all evils in Bengal must be relentlessly and ruthlessly eradicated if the central government wants to do justice to the people of West Bengal.

  • @bimanmitra3701
    @bimanmitra3701 Před rokem +6

    মনে পড়ে সারোদার সময় আপনারা সেটিং করে কিভাবে মানুষ কে চালিত করেছেন,শুধু কোর্ট যেটুকু করছে

  • @atanusett1051
    @atanusett1051 Před rokem +1

    আমরা সাধারণ নাগরিকরা দেখছি, আমাদের বাবুঘাট বাসস্ট্যান্ড থেকে বিভিন্ন রাজ্যে যে বাস যাচ্ছে,সেই বাসের ছাদে প্রচুর পরিমানে জিনিস নিয়ে যাওয়া হচ্ছে, যা GST আইনের পরিপন্থী, ট্যাক্স ফাঁকি মালপত্র এই সব বাসে পরিবহন করা হচ্ছে কেন? বাসে যাত্রী পরিবহণ করার জন্য এবং যাত্রীদের নিজের লাগেজ নিয়ে যাবার জন্য, তাহলে কাদের জন্য, এই সব দুর্নীতি চলছে 😭

  • @sommondal1076
    @sommondal1076 Před rokem

    তথ্য প্রদানকারী অসাধারণ ভাষ্যকার আপনি। কিন্তু 'না আঁচালে বিশ্বাস নেই'।

  • @swapanmondal1488
    @swapanmondal1488 Před rokem +4

    দাদা বাবু একমাস দু মাস করতে করতে আজ দুবছর পেরিয়ে গেল এখনো আট মাস

  • @manasbhattacharya2074
    @manasbhattacharya2074 Před rokem +26

    এই চোরেদের আর রাখা যাবে না।

  • @sourenghosh7848
    @sourenghosh7848 Před rokem +2

    শুনতে, শুনতে বুড়ো হয়ে গেলাম!! এসব Binary বাংলা জেনে গেছে।

  • @pintujet7808
    @pintujet7808 Před rokem +1

    Good morning Sanmoy da. Your observation is absolutely right.

  • @pritimondal684
    @pritimondal684 Před rokem +9

    এক মাস হলো না আবার আট মাস --- তারিখ পে তারিখ। কিছুই হবে না। সামনে লোকসভা ভোট। সবাই হিসেব কষে চলছে!!!!!

  • @sanatani991
    @sanatani991 Před rokem +7

    Good morning kaku

  • @rabindranathchakrabarty5151

    সন্ময় বাবু , আমরা রাজ্যের সাধারণ মানুষেরা সব কিছু বোঝার বাইরে । তাই আমরা এবার দেখতে চাই , যেটা আমাদের উপকার করবে ।

  • @rumamajumder1428
    @rumamajumder1428 Před 13 dny

    এই কথা গুলো আর বিশ্বাস করি না শুনতে শুনতে বুড়ি হয়ে গেলাম। এখন হাসি পায়। 😄😄😀😀